বুধবার চিনে Nova 3i ফোন লঞ্চ করল Huawei। এর সাথেই একটি 360ডিগ্রি ক্যামেরা লঞ্চ করা হয়েছে।
বুধবার চিনে Nova 3i ফোন লঞ্চ করল Huawei। এর সাথেই একটি 360ডিগ্রি ক্যামেরা লঞ্চ করা হয়েছে। এই মাসের শুরুতেই Huawei Nova 3 ফোন লঞ্চ করেছিল চিনের কোম্পানিটি। এই ইভেন্টে Huawei Nova 3 দাম ও কবে থেকে এই ফোন পাওয়া যাবে তা জানালো Huawei Nova 3। Huawei Nova 3i এর অন্যতম আকর্ষণ ফোনের Kirin 710 চিপসেট, 19.5:9 অয়াসপেক্ট রেশিওর ডিসপ্লে আর 3340 mAh ব্যাটারি।
চিনে Huawei Nova 3 এর দাম 2,999 ইউয়ান (প্রায় 30,600 টাকা)। বৃহষ্পতিবার থেকে চিনে এই ফোন বিক্রি শুরু হয়েছে। চারটি আলাদা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে Huawei Nova 3।
অন্যদিকে Huawei Nova 3i এর দাম 1,999 ইউয়ান থেকে শুরু হবে। তিনটি আলাদা স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন বিক্রি হবে। যদিও টপ ভেরিয়েন্টের দাম এখনো জানায়নি Huawei। আগামী 10 আগস্ট থেকে চিনে এই ফোন বিক্রি শুরু হবে।
এই দুটি ফোন ছাড়াও একই ইভেন্টে কোম্পানি নতুন Talkband B5 এর দাম ঘোষনা করেছে। Talkband B5এর স্পোর্টস ভেরিয়েন্টের দাম 999 ইউয়ান (প্রায় 10,200 টাকা)। লেদার স্ট্র্যাপের Talkband B5 এর দাম 1,199 ইউয়ান (প্রায় 12,200 টাকা)। এছাড়াও টপ বিজনেস বডেলের Talkband B5 কিনতে খরচ হবে 1,499 ইউয়ান (প্রায় 15,300 টাকা)।
এর সাথেই একটি 360 ডিগ্রি ক্যামেরা লঞ্চ করা হয়েছে। 599 ইউয়ানে (প্রায় 6,100 টাকা) এই ক্যামেরা পাওয়া যাবে।
ডুয়াল সিম Huawei Nova 3i তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন চলবে। Huawei Nova 3i তে রয়েছে একটি 6.3 ইঞ্চি Full HD+ LTPS প্যানেল। ফোনের ভিতরে থাকবে HiSilicon Kirin 710 চিপসেট, 4GB/ 6GB RAM আর 64GB/ 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Huawei Nova 3iতে একটি ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার ও একটি 2MP সেকেন্ডারী সেন্সার থাকবে। সেলফি তোলার জবন্য Huawei Nova 3i তে একটি 24MP ও একটি 2MP ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে।
কানেক্টিভিটির জন্য Huawei Nova 3i তে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac, Bluetooth v4.2 LE, USB 2.0, GLONASS, and GPS/ A-GPS থাকবে। এর সাথেই Huawei Nova 3i তে একটি 3340mAh ব্যাটারি থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Salliyargal Now Streaming Online: Where to Watch Karunaas and Sathyadevi Starrer Online?
NASA’s Chandra Observatory Reveals 22 Years of Cosmic X-Ray Recordings
Space Gen: Chandrayaan Now Streaming on JioHotstar: What You Need to Know About Nakuul Mehta and Shriya Saran Starrer
NASA Evaluates Early Liftoff for SpaceX Crew-12 Following Rare ISS Medical Evacuation