জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Huawei Y9 (2019)। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 15,990 টাকা। সপ্তাহের শেষে 3,000 টাকা সস্তা হল এই স্মার্টফোন। Huawei Y9 (2019) এর ভিতরে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, Kirin 710 চিপসেট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার 4.0 ও সামনে ও পিছনে ডুয়াল ক্যামেরা সেট আপ। Huawei Y9 (2019) ফোনের অন্যতম প্রধান আকর্ষন TurboGPU, 4,000 mAh ব্যাটারি আর Fingerprint 4.0।
সস্তা হয়ে ভারতে Huawei Y9 (2019) কিনতে 12,990 টাকা খরচ হবে। 4GB RAM / 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। শুধুমাত্র Amazon থেকে Huawei Y9 (2019) পাওয়া যায়।
Huawei Y9 (2019) তে রয়েছে একটি 6.5 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Kirin 710 চিপসেট। ছবিব তোলার জন্য Huawei Y9 (2019) তে থাকবে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের পিছনের মতোই সামনেও থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। Huawei Y9 (2019) এর সামনে থাকছে 16MP+2MP ডুয়াল ক্যামেরা সেট আপ। কোম্পানি জানিয়েছে দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে।
Huawei Y9 (2019) তে ব্যবহার হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার 4.0 টেকনোলজি। এর মাধ্যমে মাত্র 0.3 সেকেন্ডে ফোন আনলক করা সম্ভব। ফোনের ভিতরে থাকবে EMUI 8.2 স্কিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন