19,999 টাকার Huawei P20 Lite পাওয়া যাবে মাত্র 12,999 টাকায়। Huawei Y9 (2019) এর সাথে একটি Boat Rockerz 255 Sports হেডসেট বিনামূল্যে পাওয়া যাবে।
19,999 টাকার Huawei P20 Lite পাওয়া যাবে মাত্র 12,999 টাকায়
Amazon সাথে হাত মিলিয়ে স্মার্টফোনে বিশাল ডিসকাউন্ট দিতে শুরু করল Huawei। Huawei P20 Lite ফোনে বিশাল ছাড় নিয়ে এসেছে চিনের কোম্পানিটি। আর Huawei Y9 (2019) এর সাথে থাকছে বিশেষ উপহার। 7,000 টাকা ডিসকাউন্টে মাত্র 12,999 টাকায় পাওয়া যাচ্ছে P20 Lite। 26 থেকে 31 জানুয়ারী পর্যন্ত এই অফার চলবে।
এই সেলে 19,999 টাকার Huawei P20 Lite পাওয়া যাবে মাত্র 12,999 টাকায়। এই ফোনে রয়েছে 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে Kirin 659 চিপসেট আর আর ডুয়াল ক্যামেরা। ফোনের সামনে রয়েছে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ভারতে Huawei Y9 (2019) ফোনের দাম 15,990 টাকা। 4GB RAM / 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। Huawei Y9 (2019) এর সাথে একটি Boat Rockerz 255 Sports হেডসেট বিনামূল্যে পাওয়া যাবে।
Huawei Y9 (2019) তে রয়েছে একটি 6.5 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Kirin 710 চিপসেট। ছবিব তোলার জন্য Huawei Y9 (2019) তে থাকবে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের পিছনের মতোই সামনেও থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। Huawei Y9 (2019) এর সামনে থাকছে 16MP+2MP ডুয়াল ক্যামেরা সেট আপ। কোম্পানি জানিয়েছে দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে।
Huawei Y9 (2019) তে ব্যবহার হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার 4.0 টেকনোলজি। এর মাধ্যমে মাত্র 0.3 সেকেন্ডে ফোন আনলক করা সম্ভব। ফোনের ভিতরে থাকবে EMUI 8.2 স্কিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Moto G57 Power India Launch Date Announced; Will Debut With 7,000mAh Battery
Elon Musk’s xAI Releases Grok 4.1 AI Model, Rolled Out to All Users