মোবাইল ও ল্যাপটপ এর চার্জার নিয়ে আসতে চলেছে নতুন নিয়ম। জেনে নিন এর বিস্তারিত তথ্য।

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 13 অগাস্ট 2024 12:54 IST
হাইলাইট
  • ভারতে বিক্রি হওয়া ডিভাইসগুলিতে শীঘ্রই একটি USB Type-C পোর্ট থাকতে হবে।
  • এই আদেশে 2025 সাল থেকে বিক্রি হওয়া স্মার্টফোন এবং ট্যাবলেটগুলি অন্তর্ভুক
  • এই নিয়ম 2026 সাল থেকে ল্যাপটপেও প্রয়োগ করা যেতে পারে।

Photo Credit: Unsplash/ Lucian/ Alexe

রিপোর্ট অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন (EU)- পথ প্রদর্শক হয়ে এবার ভারত সরকার এক অন্যতম সিদ্ধান্ত নিতে পারেন। প্রতিবার নতুন গ্যাজেটের জন্যে নতুন নতুন চার্জার কিনতে হয় তাই  সরকার এর দ্বারা আগামী দিনের চার্জিং নিয়ে নানারকম সমস্যার সমাধান করতে চাইছেন। 2025 সালের মধ্যে ভারতে বিক্রি হওয়া সমস্ত স্মার্ট ফোন , ট্যাব , স্পীকার এবং ল্যাপটপ এ এছাড়াও একাধিক ইলেকট্রনিক গ্যাজেটস- এ একটাই চার্জার ব্যবহার করা হতে পারে। শোনা যাচ্ছে যে, এটি ইউএসবি টাইপ-সি  চার্জিং পোর্ট হতে পারে। এসব গ্যাজেটের জন্য ইউরোপীয় ইউনিয়ন (EU) 2022 সালেও এই একই ধরনের আদেশ  USB Type-C চার্জিং ব্যাবস্থা এর জন্য পাশ করেছিল।এই পদক্ষেপটি অ্যাপেল কোম্পানিকে 2023 সালে আইফোন 15 সিরিজের মাধ্যমে ইউএসবি টাইপ-সি ,লাইটনিং পোর্ট প্রতিস্থাপন করতে বাধ্য করেছিল। 

স্ট্যান্ডার্ডাইজড ইউএসবি টাইপ-সি পোর্ট: অভিন্ন চার্জিং ব্যবস্থা:

ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (MeitY) এ থেকে জানা যাচ্ছে শীঘ্রই ডিভাইস নির্মাতাদের স্মার্টফোন এবং ট্যাবলেট এবং ল্যাপটপ গুলিতে অভিন্ন চার্জিং পোর্ট অন্তর্ভুক্ত করার নির্দেশ দিতে পারে। 

প্রতিবেদন অনুসারে, 2025 এর জুন  মাস থেকে একটি মাত্রচার্জার পোর্ট ব্যবহার করার নিয়ম আসতে পারে। প্রতিবার  নতুন গ্যাজেটের জন্যে নতুন নতুন চার্জার কিনতে হয় তাই সরকার এই পরিবর্তন করেছেন। একাধিক চার্জার কেনার সমস্যা এবং  একাধিক ধরণের তারের উৎপন্ন করা-আরও একটি সমস্যা । এটি অত্যন্ত খরচ সাপেক্ষ তাই সরকার থেকে এই সব সমস্যার সমাধান করার লক্ষ্যে বলা হয়েছে, ব্যবহারকারীকে তাদের সমস্ত ডিভাইসগুলিতে কেবল একটি চার্জার দিয়ে চার্জ  দিতে সক্ষম করবে। 

রিপোর্ট অনুযায়ী,2022 সালে স্টক হোল্ডারদের সাথে একটি মিটিং এ রোহিত কুমার সিং (Consumer Affairs Secretary) USB type c চার্জার কেবল এর বিষয় নিয়ে আলোচনা করেন।তাই মনে করা হচ্ছে যে , মানুষের সমস্যা মেটানোর জন্য এবার ভারতে এই ধরনের  চার্জিং ব্যবস্থা শুরু হতে চলেছে। 2026 সালের মধ্যে এই নিয়মটি অপরিবর্তীত এবং কার্যকরী করা হবে। সরকারের এই পরিবর্তন দ্বারা সাধারন জনগন উপকৃত হবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: USB Type C, USB Type C Port, Smartphones, Tablets
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 200MP ক্যামেরার Realme 16 Pro+ 5G স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  2. বড়দিনে বড় চমক, Oppo Pad Air 5 ট্যাব 10050mAh ব্যাটারি, বিশাল স্ক্রিন, 12GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  3. বছরের শেষে ধামাকা অফার, 60,000 টাকা দাম কমল Samsung-এর প্রিমিয়াম ফোনের, কোথায় পাবেন জেনে নিন
  4. রাত পোহালেই লঞ্চ হচ্ছে Xiaomi 17 Leica Edition, এমন DSLR স্টাইল ক্যামেরা ফোনে আগে দেখেননি
  5. বর্ষশেষে বড় খবর, একজোড়া দুর্ধর্ষ ফোন আনছে Oppo, থাকবে 200MP ক্যামেরা
  6. Realme Narzo 90 5G-এর সেল শুরু হল, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি পাবেন
  7. AI ফিচার্স নিয়ে Realme Pad 3 লঞ্চ হচ্ছে 6 জানুয়ারি, 12,200mAh ব্যাটারি ও 11.6 ইঞ্চি ডিসপ্লে থাকবে
  8. itel VistaTab 30 সস্তায় 11 ইঞ্চি ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, সাথে 1,999 টাকার উপহার ফ্রি
  9. নতুন বছরের আগে ধামাকা অফার, দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন 19,000 টাকা সস্তায় মিলছে
  10. Google ভারতে Emergency Location Service ফিচার চালু করল, বিপদে পড়লে আসবে দ্রুত সাহায্য
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.