11 ইঞ্চি ও 12.9 ইঞ্চি ডিসপ্লের সাইজে দুটি লঞ্চ iPad Pro লঞ্চ হয়েছে। নতুন iPad Pro তে রয়েছে আগের থেকে পাতলা বেজেল, ফেস আইডি, USB Type C পোর্ট, A12X বায়োনিক চিপ।
চিনে Mijia Air Detector এর দাম 399 ইউয়ান (প্রায় 4,200 টাকা)। 11 নভেম্বরে চিনে বিক্রি শুরু হয়েছে এই স্মার্ট ডিভাইস। কানেক্টিভিটির জন্য Mijia Air Detector এ রয়েছে USB Type C পোর্ট আর 5V/1A চার্জিং।
লিকুইড রেটিনা ডিসপ্লে সহ 11 ইঞ্চি ও 12.9 ইঞ্চি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে নতুন iPad Pro। সম্প্রতি লঞ্চ হওয়া iPhone XR ফোনে একই টেকনোলজির ডিসপ্লে ব্যবহার হয়েছিল। নতুন iPad Pro এর ভিতরে রয়েছে A12X বায়োনিক চিপ।