অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে আগামী 17-ই অক্টোবর Infinix Zero Flip ফোনটির উন্মোচন হতে চলেছে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 8 অক্টোবর 2024 12:09 IST
হাইলাইট
  • ভারতে Infinix Zero Flip ফোনটি 17-ই অক্টোবর লঞ্চ করা হবে
  • ফার্মের প্রথম ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল ফোনটি বিগত মাসে উন্মোচন করা
  • হ্যান্ডসেটটির বাইরের অংশে 50-মেগাপিক্সেলের ক্যামেরা আছে

Infinix Zero Flip was launched in global markets on September 26

Photo Credit: Infinix

ভারতে খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে Infinix Zero Flip। বিগত মাসে বিশ্ববাজারে কোম্পানীর প্রথম ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল ফোনটি চালু করা হয়েছিল।Transsion-মালিকানাধীন কোম্পানিটি নিশ্চিত করেছে যে, এটি ভারতে অক্টোবরের মাঝে প্রথম প্রকাশ করবে।Infinix Zero Flip ফোনটি MediaTek Dimensity 8020 চিপসেট দ্বারা চালিত। এটিতে 6.9 ইঞ্চির অভ্যন্তরীণ স্ক্রীনের পাশাপশি একটি 3.64 ইঞ্চির কভার ডিসপ্লে আছে। এটিতে বাইরের দিকে দুটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আছে এবং ভিতরের স্ক্রিনে একটি হোল পাঞ্চ কাট আউটে 50মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরাটি আছে।

ভারতে Infinix Zero Flip-এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে:

কোম্পানীর ওয়েবসাইটের একটি মাইক্রোসাইটের মতে, হ্যান্ডসেটটি আগামী 17-ই অক্টোবর ভারতে লঞ্চ করা হবে।হ্যান্ডসেটটি বিশ্বজুড়ে ব্লসম গ্লো এবং রক ব্ল্যাক রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে।কিন্তু ওই সাইটে শুধু রক ব্ল্যাক রঙেরই দেখতে পাওয়া যাচ্ছে।দেশে ফোনটির উন্মোচনের সময়,মূল্য এবং উপলব্ধতা সহ অন্যান্য বিস্তারিত বিবরনগুলি আগামী দিনে প্রকাশিত হওয়ার সম্ভবনা আছে।

Infinix Zero Flip-এর আনুমানিক স্পেসিফিকেশন:

অনুমান করা হচ্ছে বিশ্ববাজারে লঞ্চ হওয়া মডেলটির মত একই স্পেসিফিকেশনের সাথে Infinix Zero Flip ফোনটি আসতে চলেছে।অর্থাৎ হ্যান্ডসেটটি MediaTek Dimensity 8020চিপসেট প্রসেসর দ্বারা চালিত হবে।এটিতে 16জিবি পর্যন্ত RAM এবং 512জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে।অনুমান করা হচ্ছে স্মার্টফোনটি Android 14-ভিত্তিক XOS 14 দ্বারা চালিত হবে।

কোম্পানীর মতে, হ্যান্ডসেটটির ভিতরের দিকে120Hz রিফ্রেশরেট সহ 6.9 ইঞ্চির Full-HD+ AMOLEDস্ক্রীন আছে এবং অন্যদিকে এটিতে 120Hz রিফ্রেশরেট সহ একটি 3.64 ইঞ্চির AMOLED কভার ডিসপ্লে আছে।

ছবি এবং ভিডিওর ক্ষেত্রে Zero Flipফোনটিতে 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সমর্থিত একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে। এগুলি ফোনটির কভার ডিসপ্লেতে লক্ষ্য করা যায়। ফোনটির অভ্যন্তরীণ ডিসপ্লেতেও একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।আপনি উভয় ক্যামেরা ব্যবহার করে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও কোম্পানীর মতে হ্যান্ডসেটটি GoPro ইন্টিগ্রেশনও অফার করবে।

Infinix Zero Flip ফোনটিতে JBL-এর ডুয়াল স্টোরিও স্পীকার যুক্ত করা আছে। কোম্পানী বলেছে যে, এটিতে দুটি OS আপগ্রেড (Android-16 পর্যন্ত) পাবে। ফোনটির সাথে একটি 4,720mAh-এর ব্যাটারী দেওয়া আছে, যেটি সাথে দেওয়া 70W চার্জিং এডাপ্টারের মাধ্যমে চার্জ করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO Neo 11 সিরিজ পুরো বাজার কাঁপাবে! থাকবে 7,000mAh ব্যাটারি ও 100W চার্জিং
  2. OnePlus Pad Lite কম দামে দেশে লঞ্চ হল, কোম্পানি দিচ্ছে অতিরিক্ত 3,000 টাকা ছাড়
  3. Realme Narzo 80 Lite 4G ভারতে 6,599 টাকায় লঞ্চ হল, 6,300mah ব্যাটারি ও 8GB র‍্যাম রয়েছে
  4. 12 আগস্ট লঞ্চের আগেই Vivo V60 ফোনের দাম ফাঁস হল, থাকছে 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি
  5. Xiaomi 16 সিরিজ 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হতে পারে, 6,500mAh ব্যাটারিও থাকবে
  6. Oppo K13 Turbo সিরিজ ইন-বিল্ট ফ্যান, 16GB র‍্যাম, ও 7,000Mah ব্যাটারির সাথে আগস্টে ভারতে আসছে
  7. Vivo Y50m 5G ও Y50 5G সস্তায় 12 জিবি র‍্যাম, 6,000mAh ব্যাটারির সাথে বাজারে এল
  8. লঞ্চের তিন মাস পর CMF Buds 2 ও CMF 2 Plus-এর বিক্রি শুরু, সেল মাত্র 2 ঘন্টা চলবে
  9. স্মার্টফোনকেও টেক্কা! OnePlus আনছে দুর্ধর্ষ ট্যাব, থাকবে Snapdragon 8 Elite 2 প্রসেসর
  10. 200 টাকার কম দামের রিচার্জ প্ল্যানে 30 জিবি ডেটা ও 28 দিনের ভ্যালিডিটি দিচ্ছে Vodafone Idea
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.