অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে আগামী 17-ই অক্টোবর Infinix Zero Flip ফোনটির উন্মোচন হতে চলেছে
ভারতে এবার উন্মোচিত হতে চলেছে Infinix কোম্পানীর পক্ষ থেকে প্রথম ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল ফোন। ফোনটি এর আগে বিশ্বের বাজারে প্রকাশ হয়ে গিয়েছে। ফোনটির বৈশিষ্ট এবং স্পেসিফিকেশন সম্পর্কেও কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। অনুমান করা বিশ্বের বাজারে প্রকাশিত ফোনের মত এটিও একই বৈশিষ্ট্যর সাথে আসতে চলেছে। বর্তমানে এই ফোনটির উন্মোচনের তারিখও প্রকাশ করা হয়েছে