অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে আগামী 17-ই অক্টোবর Infinix Zero Flip ফোনটির উন্মোচন হতে চলেছে

অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে আগামী 17-ই অক্টোবর Infinix Zero Flip ফোনটির উন্মোচন হতে চলেছে

Photo Credit: Infinix

Infinix Zero Flip was launched in global markets on September 26

হাইলাইট
  • ভারতে Infinix Zero Flip ফোনটি 17-ই অক্টোবর লঞ্চ করা হবে
  • ফার্মের প্রথম ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল ফোনটি বিগত মাসে উন্মোচন করা
  • হ্যান্ডসেটটির বাইরের অংশে 50-মেগাপিক্সেলের ক্যামেরা আছে
বিজ্ঞাপন

ভারতে খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে Infinix Zero Flip। বিগত মাসে বিশ্ববাজারে কোম্পানীর প্রথম ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল ফোনটি চালু করা হয়েছিল।Transsion-মালিকানাধীন কোম্পানিটি নিশ্চিত করেছে যে, এটি ভারতে অক্টোবরের মাঝে প্রথম প্রকাশ করবে।Infinix Zero Flip ফোনটি MediaTek Dimensity 8020 চিপসেট দ্বারা চালিত। এটিতে 6.9 ইঞ্চির অভ্যন্তরীণ স্ক্রীনের পাশাপশি একটি 3.64 ইঞ্চির কভার ডিসপ্লে আছে। এটিতে বাইরের দিকে দুটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আছে এবং ভিতরের স্ক্রিনে একটি হোল পাঞ্চ কাট আউটে 50মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরাটি আছে।

ভারতে Infinix Zero Flip-এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে:

কোম্পানীর ওয়েবসাইটের একটি মাইক্রোসাইটের মতে, হ্যান্ডসেটটি আগামী 17-ই অক্টোবর ভারতে লঞ্চ করা হবে।হ্যান্ডসেটটি বিশ্বজুড়ে ব্লসম গ্লো এবং রক ব্ল্যাক রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে।কিন্তু ওই সাইটে শুধু রক ব্ল্যাক রঙেরই দেখতে পাওয়া যাচ্ছে।দেশে ফোনটির উন্মোচনের সময়,মূল্য এবং উপলব্ধতা সহ অন্যান্য বিস্তারিত বিবরনগুলি আগামী দিনে প্রকাশিত হওয়ার সম্ভবনা আছে।

Infinix Zero Flip-এর আনুমানিক স্পেসিফিকেশন:

অনুমান করা হচ্ছে বিশ্ববাজারে লঞ্চ হওয়া মডেলটির মত একই স্পেসিফিকেশনের সাথে Infinix Zero Flip ফোনটি আসতে চলেছে।অর্থাৎ হ্যান্ডসেটটি MediaTek Dimensity 8020চিপসেট প্রসেসর দ্বারা চালিত হবে।এটিতে 16জিবি পর্যন্ত RAM এবং 512জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে।অনুমান করা হচ্ছে স্মার্টফোনটি Android 14-ভিত্তিক XOS 14 দ্বারা চালিত হবে।

কোম্পানীর মতে, হ্যান্ডসেটটির ভিতরের দিকে120Hz রিফ্রেশরেট সহ 6.9 ইঞ্চির Full-HD+ AMOLEDস্ক্রীন আছে এবং অন্যদিকে এটিতে 120Hz রিফ্রেশরেট সহ একটি 3.64 ইঞ্চির AMOLED কভার ডিসপ্লে আছে।

ছবি এবং ভিডিওর ক্ষেত্রে Zero Flipফোনটিতে 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সমর্থিত একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে। এগুলি ফোনটির কভার ডিসপ্লেতে লক্ষ্য করা যায়। ফোনটির অভ্যন্তরীণ ডিসপ্লেতেও একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।আপনি উভয় ক্যামেরা ব্যবহার করে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও কোম্পানীর মতে হ্যান্ডসেটটি GoPro ইন্টিগ্রেশনও অফার করবে।

Infinix Zero Flip ফোনটিতে JBL-এর ডুয়াল স্টোরিও স্পীকার যুক্ত করা আছে। কোম্পানী বলেছে যে, এটিতে দুটি OS আপগ্রেড (Android-16 পর্যন্ত) পাবে। ফোনটির সাথে একটি 4,720mAh-এর ব্যাটারী দেওয়া আছে, যেটি সাথে দেওয়া 70W চার্জিং এডাপ্টারের মাধ্যমে চার্জ করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. অধিক

সম্পর্কিত খবর

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. গিক বেঞ্চের তালিকায় দেখা গেলো স্যামসংএর একটি নতুন হ্যান্ডসেট-Galaxy S25+
  2. উন্নতমানের অভিজ্ঞতার জন্য Maruti Suzuki-র গাড়ির মধ্যে কোয়ালকমের নতুন অটোমোটিভ যুক্ত হয়ে চলেছে
  3. কমে গেলো OnePlus Pad 2 ট্যাবলেটটির লঞ্চের দাম,বর্তমানে এটি দারুন অফার মূল্যে পাওয়া যাবে
  4. itel S25 Ultra ফোনটি কী সত্যই চারটি রঙের বিকল্পে পাওয়া যাবে,জানতে দেখুন সম্পূর্ণ তথ্য
  5. আপনার বাচ্চার কি স্মার্টফোনে নেশাগ্রস্ত? চিন্তা করবেন না,HMD এবং Xplora নিয়ে এসেছে সেই সমস্যার সমাধান
  6. কিছু iPhone 14 প্লাসের রিয়ার ক্যামেরায় সমস্যা দেখা গিয়েছে, দেখে নিন কোন কোন হ্যান্ডসেট এটির অধীনস্ত
  7. বিভিন্ন পর্যায়ের মাধ্যমে কোম্পানীর Android 16 আপডেটটি রিলিজ হতে চলেছে
  8. স্বাস্থ্য অনুসরণ সম্পর্কিত বৈশিষ্ট্য নিয়ে এসেছে শাওমি কোম্পানীর এক নতুন ঘড়ি - Redmi Band 3
  9. শাওমি কোম্পানী ঘোষণা করেছে AI-বৈশিষ্ট্য সমৃদ্ধ HyperOS 2-অপারেটিং সিস্টেম
  10. একদম নতুন M4 pro-চিপসেটের বৈশিষ্ট্যর সমন্বয়ে পাওয়া যাচ্ছে অ্যাপেলের নতুন Mac Mini
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »