Photo Credit: Infinix
ভারতে খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে Infinix Zero Flip। বিগত মাসে বিশ্ববাজারে কোম্পানীর প্রথম ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল ফোনটি চালু করা হয়েছিল।Transsion-মালিকানাধীন কোম্পানিটি নিশ্চিত করেছে যে, এটি ভারতে অক্টোবরের মাঝে প্রথম প্রকাশ করবে।Infinix Zero Flip ফোনটি MediaTek Dimensity 8020 চিপসেট দ্বারা চালিত। এটিতে 6.9 ইঞ্চির অভ্যন্তরীণ স্ক্রীনের পাশাপশি একটি 3.64 ইঞ্চির কভার ডিসপ্লে আছে। এটিতে বাইরের দিকে দুটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আছে এবং ভিতরের স্ক্রিনে একটি হোল পাঞ্চ কাট আউটে 50মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরাটি আছে।
কোম্পানীর ওয়েবসাইটের একটি মাইক্রোসাইটের মতে, হ্যান্ডসেটটি আগামী 17-ই অক্টোবর ভারতে লঞ্চ করা হবে।হ্যান্ডসেটটি বিশ্বজুড়ে ব্লসম গ্লো এবং রক ব্ল্যাক রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে।কিন্তু ওই সাইটে শুধু রক ব্ল্যাক রঙেরই দেখতে পাওয়া যাচ্ছে।দেশে ফোনটির উন্মোচনের সময়,মূল্য এবং উপলব্ধতা সহ অন্যান্য বিস্তারিত বিবরনগুলি আগামী দিনে প্রকাশিত হওয়ার সম্ভবনা আছে।
অনুমান করা হচ্ছে বিশ্ববাজারে লঞ্চ হওয়া মডেলটির মত একই স্পেসিফিকেশনের সাথে Infinix Zero Flip ফোনটি আসতে চলেছে।অর্থাৎ হ্যান্ডসেটটি MediaTek Dimensity 8020চিপসেট প্রসেসর দ্বারা চালিত হবে।এটিতে 16জিবি পর্যন্ত RAM এবং 512জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে।অনুমান করা হচ্ছে স্মার্টফোনটি Android 14-ভিত্তিক XOS 14 দ্বারা চালিত হবে।
কোম্পানীর মতে, হ্যান্ডসেটটির ভিতরের দিকে120Hz রিফ্রেশরেট সহ 6.9 ইঞ্চির Full-HD+ AMOLEDস্ক্রীন আছে এবং অন্যদিকে এটিতে 120Hz রিফ্রেশরেট সহ একটি 3.64 ইঞ্চির AMOLED কভার ডিসপ্লে আছে।
ছবি এবং ভিডিওর ক্ষেত্রে Zero Flipফোনটিতে 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সমর্থিত একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে। এগুলি ফোনটির কভার ডিসপ্লেতে লক্ষ্য করা যায়। ফোনটির অভ্যন্তরীণ ডিসপ্লেতেও একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।আপনি উভয় ক্যামেরা ব্যবহার করে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও কোম্পানীর মতে হ্যান্ডসেটটি GoPro ইন্টিগ্রেশনও অফার করবে।
Infinix Zero Flip ফোনটিতে JBL-এর ডুয়াল স্টোরিও স্পীকার যুক্ত করা আছে। কোম্পানী বলেছে যে, এটিতে দুটি OS আপগ্রেড (Android-16 পর্যন্ত) পাবে। ফোনটির সাথে একটি 4,720mAh-এর ব্যাটারী দেওয়া আছে, যেটি সাথে দেওয়া 70W চার্জিং এডাপ্টারের মাধ্যমে চার্জ করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন