অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে আগামী 17-ই অক্টোবর Infinix Zero Flip ফোনটির উন্মোচন হতে চলেছে

Infinix Zero Flip ফোনটির কভার ডিসপ্লেতে 50মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে

অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে আগামী 17-ই অক্টোবর Infinix Zero Flip ফোনটির উন্মোচন হতে চলেছে

Photo Credit: Infinix

Infinix Zero Flip was launched in global markets on September 26

হাইলাইট
  • ভারতে Infinix Zero Flip ফোনটি 17-ই অক্টোবর লঞ্চ করা হবে
  • ফার্মের প্রথম ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল ফোনটি বিগত মাসে উন্মোচন করা
  • হ্যান্ডসেটটির বাইরের অংশে 50-মেগাপিক্সেলের ক্যামেরা আছে
বিজ্ঞাপন

ভারতে খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে Infinix Zero Flip। বিগত মাসে বিশ্ববাজারে কোম্পানীর প্রথম ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল ফোনটি চালু করা হয়েছিল।Transsion-মালিকানাধীন কোম্পানিটি নিশ্চিত করেছে যে, এটি ভারতে অক্টোবরের মাঝে প্রথম প্রকাশ করবে।Infinix Zero Flip ফোনটি MediaTek Dimensity 8020 চিপসেট দ্বারা চালিত। এটিতে 6.9 ইঞ্চির অভ্যন্তরীণ স্ক্রীনের পাশাপশি একটি 3.64 ইঞ্চির কভার ডিসপ্লে আছে। এটিতে বাইরের দিকে দুটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আছে এবং ভিতরের স্ক্রিনে একটি হোল পাঞ্চ কাট আউটে 50মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরাটি আছে।

ভারতে Infinix Zero Flip-এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে:

কোম্পানীর ওয়েবসাইটের একটি মাইক্রোসাইটের মতে, হ্যান্ডসেটটি আগামী 17-ই অক্টোবর ভারতে লঞ্চ করা হবে।হ্যান্ডসেটটি বিশ্বজুড়ে ব্লসম গ্লো এবং রক ব্ল্যাক রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে।কিন্তু ওই সাইটে শুধু রক ব্ল্যাক রঙেরই দেখতে পাওয়া যাচ্ছে।দেশে ফোনটির উন্মোচনের সময়,মূল্য এবং উপলব্ধতা সহ অন্যান্য বিস্তারিত বিবরনগুলি আগামী দিনে প্রকাশিত হওয়ার সম্ভবনা আছে।

Infinix Zero Flip-এর আনুমানিক স্পেসিফিকেশন:

অনুমান করা হচ্ছে বিশ্ববাজারে লঞ্চ হওয়া মডেলটির মত একই স্পেসিফিকেশনের সাথে Infinix Zero Flip ফোনটি আসতে চলেছে।অর্থাৎ হ্যান্ডসেটটি MediaTek Dimensity 8020চিপসেট প্রসেসর দ্বারা চালিত হবে।এটিতে 16জিবি পর্যন্ত RAM এবং 512জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে।অনুমান করা হচ্ছে স্মার্টফোনটি Android 14-ভিত্তিক XOS 14 দ্বারা চালিত হবে।

কোম্পানীর মতে, হ্যান্ডসেটটির ভিতরের দিকে120Hz রিফ্রেশরেট সহ 6.9 ইঞ্চির Full-HD+ AMOLEDস্ক্রীন আছে এবং অন্যদিকে এটিতে 120Hz রিফ্রেশরেট সহ একটি 3.64 ইঞ্চির AMOLED কভার ডিসপ্লে আছে।

ছবি এবং ভিডিওর ক্ষেত্রে Zero Flipফোনটিতে 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সমর্থিত একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে। এগুলি ফোনটির কভার ডিসপ্লেতে লক্ষ্য করা যায়। ফোনটির অভ্যন্তরীণ ডিসপ্লেতেও একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।আপনি উভয় ক্যামেরা ব্যবহার করে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও কোম্পানীর মতে হ্যান্ডসেটটি GoPro ইন্টিগ্রেশনও অফার করবে।

Infinix Zero Flip ফোনটিতে JBL-এর ডুয়াল স্টোরিও স্পীকার যুক্ত করা আছে। কোম্পানী বলেছে যে, এটিতে দুটি OS আপগ্রেড (Android-16 পর্যন্ত) পাবে। ফোনটির সাথে একটি 4,720mAh-এর ব্যাটারী দেওয়া আছে, যেটি সাথে দেওয়া 70W চার্জিং এডাপ্টারের মাধ্যমে চার্জ করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Tecno Pop 20: টেকনোর নতুন বাজেট ফোন হাজির, নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই যাবে কল-মেসেজ
  2. Honor Robot Phone: বিশ্বের প্রথম রোবট ফোন লঞ্চ হচ্ছে মার্চে, পিঠ থেকে বেরোবে ক্যামেরা, নিজেই ঘুরে তুলবে ছবি
  3. এই দুই Jio প্ল্যানে Netflix ফ্রিতে দেখুন, সাথে 84 দিন আনলিমিটেড কলিং এবং দৈনিক 3 জিবি ডেটা
  4. Vivo ও iQOO ইউজারদের জন্য সুখবর, Android 16 এবং OriginOS 6 আপডেট চলে এল প্রচুর ফোনে
  5. Motorola Signature ভারতে 16GB র‍্যাম, 50MP সেলফি ক্যামেরা, 7 বছর Android আপডেটের সাথে লঞ্চ হল
  6. UPI Kill Switch: প্রতারকদের খেলা শেষ, আমজনতার টাকা সুরক্ষিত রাখতে বিরাট পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র
  7. পাওয়ার ব্যাংক কিনবেন? Flipkart সেলে 20,000mAh ব্যাটারির মাত্র 899 টাকায়
  8. Realme Neo 8 ঝড় তুলে 16GB র‍্যাম ও 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, কম দামে প্রিমিয়াম ফোনের মতো ফিচার্স
  9. NexPhone: এক ফোনে চলবে উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড, বাজারে এল পকেট কম্পিউটার!
  10. Redmi Note 15 Pro সিরিজ 200MP ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ এই তারিখে ভারতে লঞ্চ হচ্ছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »