Vivo Y500 ফোনটি 18 ঘন্টা ব্যবহারের পরেও ব্যাটারির 37 শতাংশ চার্জ অবশিষ্ট ছিল।
Photo Credit: Vivo
Vivo Y500 নীল, গোলাপী এবং কালো রঙে আসবে
Vivo Y500 আগামী সপ্তাহেই চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। চাইনিজ সংস্থাটি সে দেশের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে এমনটাই ঘোষণা করেছে। এটি ভিভোর সবথেকে পাওয়ারফুল ব্যাটারির মোবাইল ফোন হবে বলে জানা গিয়েছে। 7,300mAh সেলের সঙ্গে লঞ্চ হওয়া Vivo T4 এর থেকেও বেশি ক্ষমতার ব্যাটারি পাবে আপকামিং মডেলটি। এটি দীর্ঘস্থায়ী ও টেকসই হ্যান্ডসেট হবে বলে দাবি করেছে কোম্পানি। Vivo Y500 এর লঞ্চের তারিখের সঙ্গে ডিজাইন এবং বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। এতে 8,200Mah ব্যাটারি, জলরোধী রেটিং, ও গোল ক্যামেরা মডিউল থাকবে।
ভিভো তাদের ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানিয়েছে, Vivo Y500 চীনে সেপ্টেম্বর 1 লঞ্চ হবে। কোম্পানি উল্লেখ করেছে, ফোনটিতে 8,200mAh ব্যাটারি প্যাক থাকবে। আসন্ন হ্যান্ডসেটটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP69+ রেটিং পেয়েছে। এতে SGS গোল্ড লেবেল ফাইভ-স্টার ড্রপ ও ইমপ্যাক্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশন থাকবে। অর্থাৎ ফোনটি এমনভাবে তৈরি হয়েছে যাতে পড়ে গেলেও এর অভ্যন্তরীণ অংশ কম ক্ষতিগ্রস্ত হয়।
কোম্পানি আরও দাবি করেছে, ভিভো ওয়াই500 ফোনের 8,200mAh ব্যাটারি -20 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় 16.7 ঘন্টা ভিডিও চালাতে পারবে। এবং 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় 17 ঘন্টা পথনির্দেশ বা নেভিগেশন চালু রাখতে পারবে। ভিভো এর মাধ্যমে বোঝাতে চেয়েছে, গরম ও শীতল উভয় ধরনের পরিবেশে ব্যাটারির কর্মক্ষমতার উপর প্রভাব পড়বে না। তারা আরও দেখিয়েছে যে 18 ঘন্টা ব্যবহারের পরেও ব্যাটারির মধ্যে 37 শতাংশ চার্জ অবশিষ্ট ছিল।
ভিভো আরও দাবি করেছে যে তাদের আসন্ন Y500 ফোনটি 62,000 বার উপর থেকে নিচে ফেলে স্থায়িত্ব পরীক্ষা করে দেখা হয়েছে। ছয়টি দিক এবং চার কোণে 1.7 মিটার থেকে গ্রানাইটের উপরেও ড্রপ টেস্ট করা হয়েছে। টিজার ইমেজে Vivo Y500 তিনটি রঙে দেখা গিয়েছে — নীল, গোলাপী এবং কালো। হ্যান্ডসেটটির ডিজাইন অবিকল ভারতে বিক্রিত Vivo T4 এর মতো।
প্রসঙ্গত, Vivo T4 Pro নামে একটি নতুন মডেল আগামীকাল, আগস্ট 26 ভারতে লঞ্চ হবে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকছে। ফোনের প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony সেন্সর ও 3X পেরিস্কোপ জুম সহ 50 মেগাপিক্সেলের একটি Sony IMX882 টেলিফটো লেন্স মিলবে। তৃতীয় সেন্সরটির স্পেসিফিকেশন জানা যায়নি। সেলফি ও ভিডিয়ো কলের জন্য, 32 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। এছাড়া, ফোনটি 6,500mAh ব্যাটারি এবং Snapdragon 7 Gen 4 চিপসেটের সঙ্গে আসবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন