Jio ব্যবহারকারীরা 31 আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য বিনামূল্যে JioSaavn Pro সাবস্ক্রিপশন পাবেন
Photo Credit: Jio
JioSaavn Pro প্ল্যানের দাম প্রতি মাসে 89 টাকা থেকে শুরু
Jio ব্যবহারকারীদের জন্য দারুণ খবর। গ্রাহকদের জন্য তিন মাস JioSaavn Pro সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে মুকেশ আম্বানির মালিকানাধীন টেলিকম সংস্থাটি। 2018 সালে এই জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মকে কিনে নিয়েছিল তারা। বর্তমানে গ্রাহক ধরে রাখতে এবং নতুন গ্রাহক যুক্ত করতে টেলিকম প্রতিষ্ঠানগুলি রিচার্জ প্ল্যানের সঙ্গে অতিরিক্ত পরিষেবা নিখরচায় দিচ্ছে। তার মধ্যে OTT অ্যাপের ফ্রি অ্যাক্সেস ছাড়াও পাওয়া যাচ্ছে নানা সুবিধা। তাই সেই পথ অনুসরণ করে জিও এবার তাদের প্রিপেইড এবং পোস্টপেইড উভয় মোবাইল নম্বর ব্যবহারকারীদের জিওসাওয়ান প্রো সাবস্ক্রিপশন ফ্রি-তে দেওয়ার ঘোষণা করেছে।।
জিওসাওয়ান প্রো সাবস্ক্রিপশন ইউজাররা মাসে মাসে একটি নির্দিষ্ট অর্থ প্রদানের মাধ্যমে অ্যাপে বিজ্ঞাপন মুক্ত গান, আনলিমিটেড গান ডাউনলোড, আনলিমিটেড জিও টুন, এবং দ্বিগুণ উন্নত অডিও কোয়ালিটির সুবিধা পেয়ে থাকেন। ফ্রি অফারটি শুধুমাত্র MyJio অ্যাপ ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। এটি অ্যাপের অফার বিভাগে গিয়ে রিডিম করা যেতে পারে। যদি আপনি ভাগ্যবান হন, তাহলে সেখানে অফারের ব্যানার দেখতে পাবেন।
তিন মাসের জন্য ফ্রি JioSaavn Pro অফারটি MyJio অ্যাপে দেখা গিয়েছে। অফার রিডিম করার জন্য প্রথমে অ্যাপে গিয়ে অফার স্টোর খুলতে হবে। সেখানে 3 মাসের জন্য ফ্রি 'JioSaavn Pro" ব্যানারে ক্লিক করে কোড জেনারেট করতে হবে। তারপর, JioSaavn অ্যাপ অথবা ওয়েবসাইটের গিয়ে প্রদত্ত কুপন কোডটি দিতে হবে। যদি সেটি বৈধ হয়, তাহলে কুপনটি সফলভাবে প্রয়োগ হবে। এরপর বিনামূল্যে তিন মাসের জন্য অনলাইনে অ্যাড-ফ্রি গান শোনার পাশাপাশি নানা সুবিধা পাওয়া যাবে।
মনে রাখবেন, জিওসাওয়ান প্রো অফারটি মাই জিও অ্যাপে আগস্ট 31 পর্যন্ত বৈধ। কোম্পানি উল্লেখ করেছে যে, বর্তমানে সাবস্ক্রিপশন রয়েছে এমন গ্রাহকদের জন্য অফার প্রযোজ্য নয়। প্রো সাবস্ক্রিপশনের কিনতে এখন প্রতি মাসে 89 টাকা খরচ হয়। আবার স্টুডেন্ট প্ল্যানের অধীনে প্রতি মাসে মাত্র 49 টাকায় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মটির অ্যাক্সেস পাওয়া যায়। 5 টাকারও একটি প্ল্যান রয়েছে যা একদিনের জন্য বিজ্ঞাপন মুক্ত মিউজিক শোনা এবং আনলিমিটেড গান ডাউনলোড করতে দেয়।
প্রসঙ্গত, এই সপ্তাহেই খবর ছড়িয়েছিল যে জিও তাদের 799 টাকার রিচার্জ প্ল্যান মাই জিও অ্যাপ থেকে বাদ দিয়েছে। কিন্তু কোম্পানি Gadgets 360-এর সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে, রিচার্জ প্ল্যানটি তাদের ওয়েবসাইট, অ্যাপ এবং গুগল পে, পেটিএম এবং ফোনপে-র মতো UPI প্ল্যাটফর্মের মাধ্যমে রিচার্জ করা যাচ্ছে। এই প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং, ও দৈনিক 100টি এসএমএস টেক্সট মেসেজ পাওয়া যায়। প্ল্যানটির মেয়াদ হল 84 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন