Realme P4 5G তার সেগমেন্টে একমাত্র ডুয়াল চিপ যুক্ত স্মার্টফোন।
Photo Credit: Realme
Realme P4 5G সিরিজে Hyper Vision AI চিপ আছে
Realme P4 5G গত সপ্তাহে Realme P4 Pro 5G এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ বেস মডেলটির সেল শুরু হয়েছে৷ এটি তার সেগমেন্টে একমাত্র মডেল যা ডুয়াল চিপ অফার করে। এতে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসরের সঙ্গে Hyper Vision AI চিপ রয়েছে। Realme P4 5G এর মূল আকর্ষণের মধ্যে রয়েছে 144 হার্টজ ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, 7,000 বর্গমিমি VC কুলিং সিস্টেম, বাইপাস চার্জিং, ডুয়াল স্টেরিও স্পিকার, ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP65 + IP66 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। Realme P4 5G আজ 15,000 টাকার মধ্যে কেনার সুযোগ থাকছে। এই বাজেটে অন্য কোনও হ্যান্ডসেটে এত ফিচার্স নেই।
Realme P4 5G ফোনের দাম ভারতে 18,499 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। অন্যদিকে, 8 জিবি + 128 জিবি ও 8 জিবি + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 19,499 টাকা এবং 21,499 টাকা। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, নির্বাচিত কার্ডে 2,500 টাকার ব্যাংক অফার এবং 1,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে দাম 14,999 টাকায় নেমে আসবে। 3 মাস নো কস্ট EMI প্ল্যান 6166 টাকা থেকে শুরু। হ্যান্ডসেটটি ইঞ্জিন ব্লু, ফোর্জ রেড এবং স্টিল গ্রে রঙে উপলব্ধ।
Photo Credit: Realme
Realme P4 5G ফোনে 144 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.77-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে প্যানেল রয়েছে৷ এটি FHD+ রেজোলিউশন (1,080x2,392 পিক্সেল), 4,500 নিট পর্যন্ত ব্রাইটনেস, ও 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফোনটি ডাইমেনসিটি 7400 আলট্রা প্রসেসর দ্বারা চালিত৷ সঙ্গে একটি গ্রাফিক্স চিপ দেওয়া হয়েছে। এটি রেজোলিউশন ও ফ্রেম রেটে 300 শতাংশ পর্যন্ত ইমপ্রুভমেন্ট এনেছে বলে দাবি করেছে সংস্থা৷ ফোনটির র্যাম ভার্চুয়ালি 18 জিবি (8 জিবি + 10 জিবি) পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
রিয়েলমি পি4 5G মডেলটি Android 16 নির্ভর Realme UI 6.0 কাস্টম সফটওয়্যারে রান করে। এটি তিনটি অ্যান্ড্রয়েড OS আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট পাবে। ডিভাইসটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে৷ পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। এটি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। Realme P4 5G ফোনটিতে 7,000mAh ব্যাটারি পাওয়া যাবে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সঙ্গে রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট মিলবে। এছাড়াও, ফোনটিতে AI Edit Genie ফিচার আছে। এটি ভয়েস কমান্ডের মাধ্যমে ব্যবহার করা যায়। নতুন ফোনটি ব্যবহারকারীদের নির্দেশ শুনে ফটো এডিট করতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন