Android ফোনের পথেই Apple, iPhone 17 সিরিজ সুপারহিট করতে আসছে বিরাট বদল

Apple তাদের iPhone 17 Pro মডেলগুলি উজ্জ্বল কমলা রঙে লঞ্চ করবে।

Android ফোনের পথেই Apple, iPhone 17 সিরিজ সুপারহিট করতে আসছে বিরাট বদল

iPhone 16 Pro Max (বাম) ও iPhone 15 Pro Max (ডান) এর হালকা রঙ

হাইলাইট
  • iPhone 17 Pro মডেলগুলি কালো, সাদা, নেভি ব্লু, কমলা রঙে আসতে পারে
  • iPhone 17 এবং 17 Air কালো, সাদা এবং হালকা নীল রঙে উপলব্ধ হবে
  • রঙগুলি দেখতে আরও উজ্জ্বল ও গাঢ়
বিজ্ঞাপন

iPhone 17 সিরিজ বাজারে আসতে হাতে আর দুই মাসও বাকি নেই। iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ করতে পারে Apple। এই বছর Plus ভেরিয়েন্ট বন্ধ করছে মার্কিন টেক জায়ান্টটি। তার জায়গায় আসছে স্লিম ডিজাইনের Air মডেল। আইফোনের স্মার্টলুক এতটাই জনপ্রিয় ও পরিচিত যে একবার তাকালেই বোঝা যায়, সেটি অ্যাপলের। এই কারণেই দীর্ঘদিন ধরে নকশা এবং রঙ অপরিবর্তিত রেখে স্মার্টফোন বানায় সংস্থাটি। কিন্তু চলতি বছর সেই প্রচলিত রীতিতে ছেদ পড়তে চলেছে। iPhone 17 Pro মডেলগুলির ডিজাইন যেমন পাল্টে যাচ্ছে, তেমনই গাঢ় বা উজ্জ্বল রঙের প্রলেপ দেখতে চলেছি আমরা। ফাঁস হওয়া ছবি থেকে এমনটাই জানা গিয়েছে।

iPhone 17 সিরিজের কালার অপশন ফাঁস

টিপস্টার সনি ডিকসন তাঁর X প্রোফাইল থেকে iPhone 17 সিরিজের ডামি ইউনিট বা প্রতিরূপের (আসল মডেলের মতো দেখতে) একটি ছবি শেয়ার করেছেন। iPhone 17 Pro ও iPhone 17 Pro Max-এর রঙে সবথেকে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দুটি ফোনই তিনটি নিয়মিত রঙে দেখা গিয়েছে — কালো, সাদা এবং নেভি। কিন্তু এই রঙগুলি আগের মতো হালকা, ফ্যাকাসে, অথবা কম স্যাচুরেশনযুক্ত নয়, দেখতে আরও উজ্জ্বল ও গাঢ়।

এখানেই শেষ নয়। চতুর্থ রঙের বিকল্পও আছে, যা এই প্রথম আইফোনের প্রো সিরিজে দেখা যাবে। iPhone 17 Pro ও iPhone 17 Pro Max-এর ডামি ইউনিট Android ফোনের মতো কমলা রঙে দেখানো হয়েছে। উল্লেখ্য, প্রো মডেলেগুলির আধুনিক ও রুচিসম্মত নকশার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এতদিন রঙে হালকা শেড ব্যবহার করে আসছিল অ্যাপল।

টিপস্টারের পোস্টে iPhone 17 ও iPhone 17 Air-এর ছবিও প্রকাশিত হয়েছে। দুটি ফোনেই সাদা, কালো, ও হালকা নীল রঙ রয়েছে। তবে iPhone 17 মডেলে চতুর্থ রঙ হিসেবে হালকা গোলাপি শেড দেখা গিয়েছে, যেখানে iPhone 17 Air সোনালী রঙে আসবে। যদি ছবিগুলি সঠিক হয়, তাহলে প্রথমবার আইফোন প্রো মডেলে কমলা রঙ ব্যবহার করবে অ্যাপল। একই সাথে, আইফোনের স্ট্যান্ডার্ড মডেলে সোনালী রঙ যুক্ত হবে।

রিপোর্ট বলছে, iPhone 17 সিরিজের প্রতিটি মডেলে 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে প্যানেল থাকতে পারে। বেস মডেলে 8 জিবি র‍্যাম এবং Pro ভার্সনগুলিতে 12 জিবি র‍্যাম থাকবে। প্রতিটি স্মার্টফোন iOS 26 সফটওয়্যারে চলবে যা Apple WWDC 2025-এ উন্মোচিত হয়েছিল। কোম্পানি এই বছর বেস আইফোনের ক্যামেরা আপগ্রেড করবে না। তবে শোনা যাচ্ছে, iPhone 17 সিরিজ 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আসবে, যেখানে বহু বছর ধরে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার চল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. চাপে Samsung, ফোল্ডেবল ফোনের বাজার কাঁপিয়ে আজ Vivo X Fold 5-এর সেল শুরু
  2. 5G এর যুগেও আমজনতার জন্য সস্তায় ফোন আনছে Lava, শীঘ্রই লঞ্চ হবে Shark 2 4G
  3. 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির নতুন ফোন
  4. Moto G86 Power 5G ভারতে 6,720mAh ব্যাটারি ও Sony-র দুর্দান্ত ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দামও কম
  5. Android ফোনের পথেই Apple, iPhone 17 সিরিজ সুপারহিট করতে আসছে বিরাট বদল
  6. 7,000mAh ব্যাটারির সাথে Redmi 15 5G ভারতে আসছে, 1% চার্জে 13.5 ঘন্টা চলবে!
  7. Vivo স্বাধীনতা দিবসের আগে নতুন 5G ফোন লঞ্চ করছে, ছবি ও ফিচার্স দেখে নিন
  8. iQOO Z10R 5G এর সেল শুরু, 2,000 টাকা ছাড়ে কিনুন 4K ক্যামেরার ওয়াটারপ্রুফ ফোন
  9. 6,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে Redmi 15C 5G, ছবি-ফিচার্স ফাঁস
  10. কম দামে কিনুন Apple এর সবচেয়ে সস্তা iPhone, পুজোর দু'মাস আগেই বিরাট ছাড়
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »