iPhone 17 Pro Max Launched in September, 2025
Photo Credit: Apple
iPhone 17 সিরিজ সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে, কিন্তু এর মধ্যেই পরবর্তী প্রজন্মের আইফোন মডেলগুলো নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ হতে শুরু করেছে। বিশেষত, আসন্ন iPhone 18 Pro সিরিজের ডিজাইনে বেশ বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। iPhone 17 Pro ও 17 Pro Max-এর ক্যামেরা মডিউল নতুন ভাবে নকশা করেছিল Apple। উত্তরসূরী iPhone 18 Pro ও iPhone 18 Pro Max স্বচ্ছ ব্যাক প্যানেল ব্যবহার করতে পারে বলে খবর সামনে এসেছে। এই ধরনের ডিজাইন Nothing-এর হাত ধরে জনপ্রিয় হয়েছে। আবার iPhone 18 Pro সিরিজের নকশায় বেশ কিছু পুরনো HTC ফোনের প্রভাব থাকারও দাবি করা হয়েছে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট থেকে জানা গেছে, iPhone 18 Pro সিরিজের মডেলগুলোর পিছনে ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) প্যানেল থাকতে পারে। iPhone 18 Pro Max স্টিল দিয়ে আবৃত ব্যাটারির সঙ্গে আসতে পারে। অ্যাপল একটি প্রযুক্তির উপর কাজ করছে যার মাধ্যমে সেলফি ক্যামেরা এবং ফেস আইডি সেন্সর স্ক্রিনের নিচে বসানো যাবে। বাইরে থেকে কোনও ছিদ্র বা কাটআউট বোঝা যাবে না। অর্থাৎ, ভবিষ্যতের আইফোনে প্রায় ফুল-স্ক্রিন ডিজাইন দেখতে পাওয়ার সম্ভাবনা।
আইফোন 18 প্রো সিরিজে অবশ্য হোল-পাঞ্চ নকশার ফ্রন্ট ক্যামেরার দিকেই ঝুঁকতে পারে কোম্পানি। এটি আগের নচ বা ডাইনামিক আইল্যান্ডের তুলনায় আরও ছোট ও আধুনিক লুক আনবে। ক্যামেরা মডিউলের ডিজাইনে পরিবর্তন আসার সম্ভাবনা কম। iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max মডেল দু'টির প্রাইমারি ক্যামেরা ভ্যারিয়েবল অ্যাপারচার সাপোর্ট করতে পারে। এর ফলে ক্যামেরার লেন্স তার খোলার আকার পরিবর্তন করতে পারবে। এটি আলোর পরিমাণ অনুযায়ী ছোট বা বড় হতে সক্ষম হবে।
iPhone 18 Pro ও Pro Max যথাক্রমে 6.26 ইঞ্চি এবং 6.9 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসতে পারে। উভয় ফোনেই TSMC-এর সেকেন্ড জেনারেশন 2 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Apple A20 চিপ থাকবে। সংস্থা ফোনগুলোর ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেমের সঙ্গে স্টেইনলেস স্টিলের উপকরণ ব্যবহার করতে পারে। তবে Apple নিজে এখনও এই বিষয়ে মুখ খোলেনি।
iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হতে পারে 2026 সালের সেপ্টেম্বরে। ফোনগুলো বারগান্ডি, কফি, ও পার্পেলের মতো নতুন রঙে উপলব্ধ হতে পারে। আবার একই সময়ে কোম্পানি তাদের প্রথম ফোল্ডেবল iPhone লঞ্চের ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। অন্য দিকে, স্ট্যান্ডার্ড iPhone 18 ও iPhone 18e বাজারে আসতে পারে 2027 সালে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.