iPhone 18 Pro তুলবে DSLR মার্কা ছবি, স্মার্টফোনের ক্যামেরায় আসবে নতুন যুগ?
iPhone 15 Pro, iPhone 16 Pro, ও iPhone 17 Pro মডেলগুলোর ক্যামেরা একটি নির্দিষ্ট f/1.7 অ্যাপারচার ব্যবহার করেছে। অর্থাৎ আলো বেশি বা কম থাকুক না কেন, লেন্সের ছিদ্র একই মাপের থাকে। তবে ভেরিয়েবল অ্যাপারচার চলে এলে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max ব্যবহারকারীরা নিজেরাই ঠিক করতে পারবেন, তারা কতটা আলো চাইছেন।