Apple এমন প্রযুক্তির উপর কাজ করছে যা iPhone 18 Pro ও 18 Pro Max-কে পেশাদার ক্যামেরার মতো ছবি তুলতে সাহায্য করবে।
Photo Credit: Apple
iPhone 18 Pro and 18 Pro Max to feature variable aperture
Apple তাদের iPhone 18 Pro মডেলে বড় আপগ্রেড আনতে পারে। স্মার্টফোনে কি সত্যিই DSLR বা পেশাদার ক্যামেরার কাছাকাছি মানের ছবি তোলা সম্ভব? নাকি পুরোটাই মার্কেটিং গিমিক? এই নিয়ে নানা মুনির নানা মত৷ তবে অস্বীকার করার উপায় নেই, আধুনিক যুগের প্রিমিয়াম স্মার্টফোনে তোলা ছবি এক ঝলকে পেশাদার ক্যামেরার মতোই লাগে। মোবাইল ফোনের ক্যামেরা যে ভাবে দ্রুত উন্নত হচ্ছে, তাতে আগামী কয়েক বছরের মধ্যে DSLR ক্যামেরার কাছাকাছি পৌঁছে যেতে পারে। রিপোর্ট বলছে, Apple আসন্ন iPhone 18 Pro মডেলগুলোর ফটোগ্রাফি ক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে। মার্কিন টেক জায়ান্টটি এমন প্রযুক্তির উপর কাজ করছে যা iPhone 18 Pro ও 18 Pro Max-কে পেশাদার ক্যামেরার মতো ছবি তুলতে সাহায্য করবে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট থেকে জানা গেছে, iPhone 18 Pro ও 18 Pro Max উভয়ই 48 মেগাপিক্সেল ফিউশন ক্যামেরার সঙ্গে আসবে। এটি ভেরিয়েবল অ্যাপারচার সমর্থন করবে। এছাড়াও, বলা হয়েছে, ফোন দু'টির প্রাইমারি এবং টেলিফটো ক্যামেরায় বড় অ্যাপারচার থাকতে পারে। এর ফলে ছবির মান আরও উন্নত হতে চলেছে।
ভেরিয়েবল অ্যাপারচার থাকার অর্থ, ক্যামেরার লেন্স তার খোলার আকার পরিবর্তন করতে সক্ষম। এটি আলোর পরিমাণ অনুযায়ী ছোট বা বড় হতে পারে। আলো কম থাকা অবস্থায় লেন্স বেশি খুলে যায়, যাতে বেশি আলো ভেতরে প্রবেশ করতে পারে। আবার যদি আলো বেশি থাকে, তাহলে লেন্স একটু বন্ধ হয়ে যায়। ফলে ছবি অতিরিক্ত উজ্জ্বল লাগে না। পেশাদার DSLR ক্যামেরায় এই কৌশলেই ছবির ব্যাকগ্রাউন্ড ঝাপসা বা ব্লার করে দেওয়া যায়।
এখনও পর্যন্ত iPhone 15 Pro, iPhone 16 Pro, ও iPhone 17 Pro মডেলগুলোর ক্যামেরা একটি নির্দিষ্ট f/1.7 অ্যাপারচার ব্যবহার করেছে। অর্থাৎ আলো বেশি বা কম থাকুক না কেন, লেন্সের ছিদ্র একই মাপের থাকে। তবে ভেরিয়েবল অ্যাপারচার চলে এলে আইফোন ব্যবহারকারীরা নিজেরাই ঠিক করতে পারবেন, তারা কতটা আলো চাইছেন। Apple এই প্রযুক্তি আনলে সেটা আইফোন সিরিজের ইতিহাসে অন্যতম বড় আপগ্রেড হবে।
প্রসঙ্গত, সেপ্টেম্বরে লঞ্চ হওয়া iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে৷ এতে f/1.6 অ্যাপারচার ও দ্বিতীয় প্রজন্মের সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। এই প্রথম কোনও আইফোনের সমস্ত ব্যাক ক্যামেরায় একই 48 মেগাপিক্সেল রেজোলিউশন রাখা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Battlefield Redsec, Battlefield 6's Free Battle Royale Mode, Goes Live Along With Season 1
TRAI and DoT Approve Implementation of Feature to Display Caller Names During Incoming Calls