iPhone 6 এ কেন আগুন লাগল জানা যায়নি।
Photo Credit: YouTube/ KTNV Channel 13 Las Vegas
11 বছর কিশোরীর হাতে একটি iPhone 6 এ আগুন ধরে গিয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। আগুনে কিশোরীর কম্বলে ফুটো হয়ে গিয়েছে। পরে সেই ফোন কম্বলের নীচ থেকে ছূঁড়ে ফেলে দেয় সে। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে এই খবর জানানো হয়েছে।
“আমি বসে ছিলাম। আমার হাতে ছিল ফোন। তখনই আমি চারদিকে স্ফুলিং দেখতে পাই। সাথে সাথে আমি ফোনটি কম্বলের উপরে ছুঁড়ে দিই। কম্বলে আগুন লেগে ফুটো হয়ে গিয়েছে।” জানিয়েছেন 11 বছরের কিশোরী।
কিশোরীর মা মারিয়া আদাতা Apple কাস্টোমার কেয়ারে ফোন করলে কোম্পানি এই ঘটনার ছবি তুলে পাঠানোর অনুরোধ করেছে। একই সাথে ফোনটি কোম্পানির কাছে ফেরৎ পাঠানোর অনুরোধ জানিয়েছে Apple।
“আমার মেয়ের বড় ক্ষতি হয়ে যেতে পারত। ওরা হাতে ফোনে আগুন লাগলে হার পুড়ে যেতে পারত। আমি ভাগ্যবান যে ও সুস্থ রয়েছে।” বলেন মারিয়া।
Apple জানিয়েছে একাধিক কারনে iPhone এ আগুন লাগতে পারে। থার্ড পার্টি চার্জার ভো কেবেল ব্যবহারের কারনে সবথেকে বেশি আগুন লাগে iPhone এ।
এর আগেও একাধিকবার iPhone এ আগুন লাগার খবর সামনে এসেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন