Photo Credit: Shai Mizrachi/ 9to5Mac
এই বছরে তিনটি নতুন iPhone লঞ্চ করবে Apple। এই বছরে তিনটি iPhone মডেল হল iPhone X এর 5.8 ইঞ্চি ডিসপ্লের উত্তরসূরি, একটি 6.1 ইঞ্চি ডিসপ্লে LCD ভেরিয়েন্ট ও একটি 6.5 ইঞ্চি iPhone X Plus। আগে প্রশ পাওয়া রিপোর্টে জানা গিয়েছে সগামী সেপ্টেম্বর মাসে এই iPhone গুলি লঞ্চ করবে Apple। আর ইতিমধ্যেই প্রায় প্রতিদিনই ইন্টারনেটে মতুন এই iPhone নিয়ে একাধিক খবর প্রকাশ পেতে শুরু করেছে। নতুন এক রিপোর্টে নতুন iPhone 9 ও iPhone X Plus মডেলের ডামি মডেল প্রাকাশ পেল।
শাই মিজরাচি নামের এক ব্যাক্তি ইন্টারনেটে এক ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে এই বছরে লঞ্চ হওয়া তিনটি iPhone মডেলের দুটির ডামি ইউনিট দেখা যাচ্ছে। মনে করে হচ্ছে এই ফোনদুটি iPhone 9 ও iPhone X Plus। ডামি ইউনিটের উপরে নতুন iPhone এর ব্যাক কভার দেখা গিয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই iPhone কেস প্রস্তুতকারী সংস্থাগুলু নতুন iPhone এর সেক তৈরীর কাজ শুরুন করে দিয়েছে। সাধারনত ফোনের কেস প্রস্তুতকারী সংস্থাগুলির হাত ধরেই প্রতি বছর বিভিন্ন ফোনের খবর লঞ্চের আগেই ফাঁস হয়ে যায়।
আগে এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল গ্রাহকদের মধ্যে সবথেকে জনপ্রিয় হতে চলেছে 6.1 ইঞ্চির এই iPhone। 600 থেকে 700 মার্কিন ডলারের মধ্যে এই ফোনের দাম হবে বলেন জানিয়েছেন তিনি। গত বছর iPhone X এর দাম 1000 ডলারে পৌঁছে গিয়েছিল। নতুন এই LCD ভেরিয়েন্টে ডিসপ্লের উপরে কালো নচ থাকবে। তবে থ্রি ডি টাচ ও ডুয়াল রিয়ার ক্যামেরার মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলি এই ফোন থেকে বাদ যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন