সব থেকে কম দামে পাওয়া যাবে iPhone 6s সিরিজের ফোন দুটি। iPhone 6s এর 32GB ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হয়েছে 29,900 টাকা আর 39,900 টাকা। যা আগে ছিল 42,900 টাকা আর 52,100 টাকা।
এই বছরে লঞ্চ হওয়া তিনটি iPhone মডেলের দুটির ডামি ইউনিট দেখা যাচ্ছে। মনে করে হচ্ছে এই ফোনদুটি iPhone 9 ও iPhone X Plus। ডামি ইউনিটের উপরে নতুন iPhone এর ব্যাক কভার দেখা গিয়েছে।