iQOO 15R will feature a dual-camera setup on the back
Photo Credit: iQOO
iQOO 15R ভারতে খুব তাড়াতাড়িই লঞ্চ হচ্ছে। এটি একটি সাব-ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে এ দেশে আসছে। OnePlus 15 মডেলের পর যেমন তুলনামূলক সাশ্রয়ী দামে প্রিমিয়াম ফিচার্স ও পারফরম্যান্সের সাথে OnePlus 15R লঞ্চ হয়েছিল। ঠিক সেই ভাবে iQOO 15-এর পর iQOO 15R ফোনের আগমন ঘটতে চলেছে। সংস্থা অফিসিয়াল টিজারের মাধ্যমে আসন্ন ডিভাইসের ফার্স্ট লুক প্রকাশ করেছে। iQOO 15R এ দেশে ব্র্যান্ডের প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন হবে বলে আশা করা হচ্ছে। এতে ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার হতে পারে।
আইকু ইন্ডিয়ার চিফ এগজিকিটিউভ অফিসার (CEO) নিপুন মারিয়া X প্ল্যাটফর্মে আইকু 15আর স্মার্টফোনের ছবি প্রকাশ করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, "কামিং সুন"। অর্থাৎ এটি শীঘ্রই লঞ্চ হবে। ডিভাইসটি Amazon থেকে কেনা যাবে। এতে Origin OS কাস্টম ইন্টারফেস থাকবে, যা লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেম বেসড হতে পারে।
iQOO 15R এর পিছনের অংশে মাল্টি-টোন ফিনিশ ও চেক প্যাটার্ন রয়েছে। এর স্কোয়ার আকৃতির ক্যামেরা মডিউলের ভিতরে দুইটি সেন্সর দেখা যাচ্ছে। ক্যামেরা ডেকোর পাশে এলইডি ফ্ল্যাশ অবস্থিত। আসন্ন ফোনটি অবিকল iQOO Z11 Turbo এর মতো দেখতে, যা চীনে গত সপ্তাহে লঞ্চ হয়েছে। ফলে এটি চীনা ডিভাইসটির রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে আশা করা হচ্ছে। আইকু তাড়াতাড়িই নতুন ফোন সম্পর্কে তথ্য প্রকাশ করবে।
প্রসঙ্গত, iQOO Z11 Turbo হল সংস্থার প্রথম স্মার্টফোন যা Snapdragon 8 Gen 5 চিপসেট ও 200 মেগাপিক্সেল ক্যামেরা পেয়েছে। মেইন 200 মেগাপিক্সেল ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, f/1.88 অ্যাপারচার, ও 4x লসলেস জুম সাপোর্ট করে। সাথে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
ফোনটি 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। এতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,600mAh ব্যাটারি রয়েছে। ডিভাইসের সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, ও 5,000 নিট পিক ব্রাইটনেস অফার করে।
হ্যান্ডসেটে আইস ডোম ডুয়াল মেশ VC কুলিং সিস্টেম, IP68 + IP69 ডুয়াল জল ও ধুলোরোধী রেটিং, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আরও অনেক ফিচার্স রয়েছে। চীনে বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 2,699 ইউয়ান৷ এটি ভারতীয় মুদ্রায় প্রায় 35,999 টাকার সমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.