কোম্পানি দাবি করছে, iQOO 15R ভারতে 55,000 টাকা দামের নিচের সেগমেন্টে দ্রুততম ফোন হবে।
Photo Credit: iQOO
iQOO 15R is expected to be priced below Rs. 55,000 in India
iQOO 15R কবে ভারতে লঞ্চ হবে, তা গতকাল জানিয়ে দিয়েছে কোম্পানি। এই সাব-ফ্ল্যাগশিপ ফোন ফেব্রুয়ারি 24 দেশের বাজারে লঞ্চ হওয়ার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছে ভিভোর সাব-ব্র্যান্ড। ফোনের একটি ডেডিকেটেড মাইক্রোসাইট ইতিমধ্যেই অ্যামাজনে লাইভ হয়েছে। সেখানে প্রসেসরের নাম এবং বেঞ্চমার্ক স্কোর দেওয়া করেছে। পাশাপাশি iQOO 15R মডেলের দামের রেঞ্জও ইঙ্গিত করেছে কোম্পানি। এটি Snapdragon 8 সিরিজের ফ্ল্যাগশিপ চিপসেটে রান করার কথা নিশ্চিত করা হয়েছে। আশা করা হচ্ছে যে, iQOO 15R ভারতের বাজারে কোম্পানির প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত স্মার্টফোন হবে।
অ্যামাজনের মাইক্রোসাইট অনুসারে, iQOO 15R ফোনে Snapdragon 8 Gen 5 চিপ থাকবে, যা 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি ফ্ল্যাগশিপ কিলার প্রসেসর। এর পিক ক্লক স্পিড 3.8 গিগাহার্টজ। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 3.5 মিলিয়নের বেশি স্কোর করেছে।CPU ও NPU পারফরম্যান্সে যথাক্রমে 36 শতাংশ এবং 46 শতাংশ উন্নতি লক্ষ্য করা যাবে।
কোম্পানি দাবি করছে, 55,000 টাকার নিচের সেগমেন্টে iQOO 15R দ্রুততম ফোন হবে। অর্থাৎ সরাসরি না হলেও এখানেই দামের রেঞ্জের ইঙ্গিত দেওয়া হয়েছে। ফোনটির দাম OnePlus 15R এর সাথে সামঞ্জস্য রেখে নির্ধারিত হওয়ার সম্ভাবনা। এটিও Snapdragon 8 Gen 5 চিপ দ্বারা চালিত। ফোনের 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের বেস মডেলের দাম 47,999 টাকা। টপ 12 জিবি ও 512 জিবি ভার্সনের মূল্য 52,999 টাকা।
iQOO 15 এর ডিজাইন টিজার পোস্টারের মাধ্যমে প্রকাশিত হয়েছে। ফোনের পিছনের অংশে মাল্টি-টোন ফিনিশ এবং চেক প্যাটার্ন রয়েছে। স্কোয়ার আকৃতির ক্যামেরা মডিউলের ভিতরে দু'টি সেন্সর আছে। ক্যামেরা ডেকোর পাশে LED ফ্ল্যাশ বর্তমান। ফোনটি iQOO Z11 Turbo মডেলের মতো দেখতে, যা চলতি মাসে চীনে লঞ্চ হয়েছে। ফলে আসন্ন ফোনটি রিব্র্যান্ডেড ভার্সন হওয়ার সম্ভাবনা বেশি।
মনে করা হচ্ছে, iQOO 15R এর সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, এবং সর্বোচ্চ 5,000 নিট ব্রাইটনেস অফার করবে। ফোনে শক্তিশালী 7,600mAh ব্যাটারির সাথে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ডিভাইসের পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স মিলতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন