iQOO 15R স্মার্টফোনের একটি মাইক্রোসাইট অ্যামাজনে লাইভ হয়েছে।
Photo Credit: iQOO
iQOO 15R might feature a 200-megapixel primary camera
iQOO 15R স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশের এক সপ্তাহের মাথায় অফিসিয়াল লঞ্চের তারিখ ঘোষণা হল। আইকুর নতুন সাব-ফ্ল্যাগশিপ স্মার্টফোন ফেব্রুয়ারি 24 ভারতে লঞ্চ হওয়ার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো হয়েছে। চীনা সংস্থাটির ভারতীয় শাখার চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) নিপুণ মারিয়া X (পূর্বনাম টুইটার) হ্যান্ডেলে iQOO 15R আগমনের তারিখ প্রকাশ করেছেন। ভিভোর সাব-ব্র্যান্ডটি এই হ্যান্ডসেটে ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8 Gen 5 চিপসেটের উপস্থিতি নিশ্চিত করেছে। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 3.5 মিলিয়ন+ স্কোর করেছে। স্মার্টফোনটি ভারতে কোম্পানির প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরার মডেল হবে বলে আশা করা হচ্ছে।
আইকু 15আর এর একটি মাইক্রোসাইট অ্যামাজনে লাইভ হয়েছে। সংস্থা সেই পেজ প্রসেসরের নাম ও বেঞ্চমার্ক স্কোরের সাথে আপডেট করেছে। আপকামিং ফোনের পিছনে মাল্টি-টোন ফিনিশ ও চেক প্যাটার্ন রয়েছে। স্কোয়ার আকৃতির ক্যামেরা মডিউলের ভিতরে দুইটি সেন্সর আছে। ক্যামেরা ডেকোর পাশে LED ফ্ল্যাশ বর্তমান। ডিভাইসটি Android 16 ভিত্তিক Origin OS কাস্টম সফটওয়্যারে রান করবে।
আইকু এখনও ফোনের অন্যান্য স্পেসিফিকেশনগুলো প্রকাশ করেনি। তবে এটি অবিকল iQOO Z11 Turbo মডেলের মতো দেখতে, যা জানুয়ারি মাসেই চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে। ফলে এটি ওই চীনা স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ iQOO 15R এর সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে।
iQOO Z11 Turbo এর মতো iQOO 15R অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্সের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। ফোনে 7,600mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলতে পারে।
প্রসঙ্গত, iQOO 15 Ultra ফেব্রুয়ারি 4 চীনে লঞ্চ হবে। ব্র্যান্ডটি প্রথমবার কোনও মডেলে 'Ultra' নাম ব্যবহার করছে। এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে, যা এটি বর্তমানে বিশ্বের অন্যতম পাওয়ারফুল মোবাইল প্রসেসর। এর সাথে সংস্থার নিজস্ব Q3 গেমিং চিপ থাকবে। আইকু স্লিম ডিজাইন বা ক্যামেরার চেয়ে পারফরম্যান্সে বেশি জোর দিয়েছে, বিশেষ করে গেমিং অভিজ্ঞতা আলাদা স্তরে নিয়ে যেতে।
ফাঁস হওয়া তথ্য অনুসারে, এই গেমিং ফোনে 24 জিবি পর্যন্ত র্যাম, 7,400mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, ট্রিপল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ও 6.85 ইঞ্চি 2K LTPO ডিসপ্লে থাকবে। সংস্থা দাবি করছে, বড় অ্যাক্টিভ কুলিং ফ্যান থাকায় গেমিং বা ভারী এডিটিংয়ের সময়েও ফোন অতিরিক্ত গরম হবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Sony Said to Be Planning State of Play Broadcast for February