সম্প্রতি চীন দেশে উন্মোচিত হয়েছে iQOO Z10 Turbo সিরিজের দুটি আকর্ষনীয় হ্যান্ডসেট

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 30 এপ্রিল 2025 15:55 IST
হাইলাইট
  • iQOO Z10 Turbo-মডেলটি 7,620mAh-ব্যাটারী দ্বারা চালিত হয়
  • এরই প্রো-মডেলটিতে একটি 8-মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে
  • এই স্মার্টফোনটি 120W তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে

iQOO Z10 টার্বো সিরিজের হ্যান্ডসেটগুলির IP65 ধুলো এবং স্প্ল্যাশ-প্রতিরোধী রেটিং রয়েছে

Photo Credit: iQOO

বিগত সোমবার চীনে iQOO Z10 Turbo Pro এবং iQOO Z10 Turbo হ্যান্ডসেটগুলি লঞ্চ করা হয়েছে। হ্যান্ডসেটগুলি একটি 50-মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা এবং একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা নিয়ে এসেছে। এগুলিতে একটি ডেডিকেটেড Q1-গেমিং চিপ এবং 144Hz ডিসপ্লে আছে। iQOO Z10 Turbo-সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি MediaTek Dimensity 8400 SoC পেয়েছে, যেখানে প্রো মডেলটি Snapdragon 8s Gen 4-চিপসেট দিয়ে তৈরি করা হয়েছে। এই দুটি ফোনই Android 15-ভিত্তিক OriginOS 5 দ্বারা চালিত হয়। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এই নতুন ফোন দুটি IP65 রেটিং পেয়েছে।iQOO Z10 Turbo Pro এবং iQOO Z10 Turbo হ্যান্ডসেটগুলির দাম,চীনে iQOO Z10 Turbo Pro-এর 12জিবি +256জিবির দাম CNY1,999 (প্রায় 23,400টাকা), সেখানে 16জিবি +256জিবি বিকল্পের দাম CNY 2199 (প্রায় 25,800টাকা)। 12জিবি +512 জিবি, 16জিবি+512জিবি বিকল্পগুলির দাম CNY2,399 (প্রায় 28,100 টাকা) এবং CNY 2,599 (প্রায় 30,500টাকা)।

অন্যদিকে iQOO Z10 Turbo-ফোনটির 12জিবি+256জিবি বিকল্পের দাম CNY 1,799 (প্রায় 21,100টাকা)। অন্যদিকে 16জিবি+256জিবি, 12জিবি+512জিবি, 16জিবি+512জিবি বিকল্পগুলির দাম যথাক্রমে CNY1,999 (প্রায় 23,400টাকা), CNY2199(প্রায় 25,800টাকা), CNY2,399 (প্রায় 28,100 টাকা)।

উভয় ফোনই বার্ন, ডেজার্ট-কালার, সী-অফ ক্লাউড হোয়াইট এবং স্টার্রি-স্কাই-ব্ল্যাক (চীনা ভাষা থেকে অনুবাদিত) রঙের বিকল্পে পাওয়া যাবে। দেশের বাজারে এগুলি Vivo চীনা ই-স্টোরের মাধ্যমে কেনা যাবে।

iQOO Z10 Turbo Pro এবং iQOO Z10 Turbo-এর স্পেসিফিকেশন:

iQOO Z10 Turbo Pro এবং iQOO Z10 Turbo উভয় হ্যান্ডসেটেই 144Hz রিফ্রেশ-রেটের সাথে একটি 6.78-ইঞ্চির 1.5K (1,260×2,800 পিক্সেল) AMOLED স্ক্রিন আছে। যেটির টাচ্ স্যাম্পলিং রেট 3000Hz, সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেল 4,400নিট, PWM ডিমিং রেট 4320Hz এবং এটি HDR 10+, SGS লো ব্লু-লাইট এবং লো-ফ্লিকার সার্টিফিকেটের সমর্থন পেয়েছে।

সাধারণ iQOO Z10 Turbo মডেলটি 4nm অক্টাকোর MediaTek Dimensity 8400 SoC দ্বারা সজ্জিত, অন্যদিকে প্রো-মডেলটি Snapdragon 8s Gen 4 চিপসেট পেয়েছে। দুটি হ্যান্ডসেটেই 16জিবি পর্যন্ত LPDDR5X RAM এবং 512জিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ যুক্ত করা হয়েছে। ফোন দুটি Android 15-ভিত্তিক OriginOS 5 দ্বারা চালিত।

Turbo সিরিজের স্মার্টফোনগুলিতে একটি 50 মেগাপিক্সেলের Sony LYT-600-এর প্রধান রিয়ার সেন্সর এবং একটি 16-মেগাপিক্সেলের ফ্রন্ট-ক্যামেরা আছে। ভ্যানিলা মডেলটিতে একটি দ্বিতীয় 2-মেগাপিক্সেলের ডেপ্থ-সেন্সর এবং প্রো-টিতে একটি 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আছে।

ভ্যানিলা মডেলটি 90W তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 7,620mAh ব্যাটারী দ্বারা চালিত যেখানে প্রো-মডেলটি 120W তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 7000mAh ব্যাটারী দ্বারা চালিত। ফোনগুলোর ডিসপ্লেতে ইনফ্রারেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

সংযোগের ক্ষেত্রে এগুলিতে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi, ব্লুটুথ 6.0, GPS, Galileo GLONASS Beidou QZSS NFC এবং একটি USB Type-C 2.0 পোর্ট যুক্ত করা হয়েছে। ধূলো এবং জল প্রতিরোধের জন্য এগুলি IP65 রেটিং পেয়েছে। ফোনগুলোর পরিমাপ 163.72×75.88×8.09মিমি এবং বেস মডেলটির ওজন 212গ্রাম, প্রো-মডেলটির 206 গ্রাম।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Veo 3 এখন ভারতে, শব্দ লিখলেই বানিয়ে দেবে ভাইরাল ভিডিয়ো, বলবে কথা, দেবে সুরও!
  2. Tecno Pova 7 5G সিরিজ সস্তায় স্টাইলিশ লুকস নিয়ে লঞ্চ হল, 6,000mah ব্যাটারি ও 64MP ক্যামেরা রয়েছে
  3. AI প্রযুক্তি এবার ইয়ারফোনে, অবাক করা ফিচার্সের সাথে আসছে OnePlus Buds 4
  4. চীনের বাজার কাঁপিয়ে এবার ভারতে আসছে Vivo X Fold 5, ব্যাটারি ও ক্যামেরায় চমক
  5. 12,450mAh ব্যাটারি, 13 ইঞ্চি স্ক্রিনের ট্যাব আনল Honor, ফিচার্স চোখ কপালে তুলবে!
  6. 65 শতাংশ ছাড়! Amazon Prime Day 2025 সেলে সস্তায় মিলবে ফোন, ট্যাব, ল্যাপটপ, টিভি সহ প্রচুর জিনিস
  7. Oppo Reno 14 ও Reno 14 Pro অনবদ্য ক্যামেরা ও AI ফিচার্সের সাথে দেশে লঞ্চ হল, দামে বড় চমক
  8. Instagram অ্যাপেই Spotify-এর গান শুনতে পারবেন, দারুণ ফিচার আনল Meta
  9. আগস্টে লঞ্চের আগেই ফাঁস Realme 15T স্মার্টফোনের প্রচুর তথ্য, থাকবে 12GB RAM
  10. মাত্র 9,499 টাকায় কিনুন Vivo-র নতুন 5G ফোন, এমন সস্তায় এত ফিচার্স পাবেন না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.