সম্প্রতি চীন দেশের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে iQOO কোম্পানীর দুটি নতুন হ্যান্ডসেট iQOO Z10 Turbo Pro এবং iQOO Z10 Turbo। হ্যান্ডসেটগুলোতে বেশ কিছু একই স্পেসিফিকেশন দেওয়া আছে। এগুলিতে 50 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা আছে। এই নতুন ফোনগুলোর সাথে Q1 গেমিং চিপ দেওয়া হয়েছে।
iQOO কোম্পানীর দুটি হ্যান্ডসেট বর্তমানে আলোচনার বিষয় হয়ে উঠছে। মনে করা হচ্ছে iQOO কোম্পানী খুব শীঘ্রই দুটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করতে পারে। বর্তমানে এগুলিকে গিকবেঞ্চের তালিকায় লক্ষ্য করা গিয়েছে তাই এই সম্ভাবনার আশা করা যাচ্ছে