আগামী 5 নভেম্বর থেকে 12 নভেম্বর Jio Phone 2 তে শুরু হচ্ছে সেল। এতদিন Jio Phone 2 শুধুমাত্র ফ্ল্যাশ সেলের মাধ্যমে কেনা যেত। 5-12 নভেম্বর Jio.com থেকে ওপেন সেলে পাওয়া যাবে Jio Phone 2। অর্থাৎ নির্দিষ্ট এই দিনে Jio.com এ লগ ইন করে যে কোন সময় কেনা যাবে Jio Phone 2। আগামী 5 নভেম্বর দুপুর 12 টায় ওপেন সেলে বিক্রি শুরু হবে Jio Phone 2।
অগাস্ট মাসে লঞ্চের পরে ইতিমধ্যেই একাধিক ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছে Jio Phone 2। শুধুমাত্র Jio.com থেকেই কেনা যায় এই স্মার্টফোন। Jio.com ওয়েবসাইটে Jio Phone 2 এর দাম 2,999 টাকা।
তিনটি আদালা প্ল্যানে Jio Phone 2 ব্যবহার করা যায়। 49 টাকা, 99 টাকা আর 153 টাকা প্ল্যানে এই ফিচারফোন ব্যবহার করা যায়। 49 টাকা প্ল্যানে মোট 1GB ডাটা, 99 টাকা প্ল্যানে দিনে 500 MB ডাটা আর 153 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডাটা ব্যবহার করা যায়। এর সাথেই রয়েছে আনলিমিটেড কল, SMS আর সব Jio অ্যাপ ব্যবহারের সুবিধা। তিনটি প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
ডুয়াল সিম Jio Phone 2 তে থাকবে একটি 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। Jio Phone 2 তে KAI OS চলবে। এই ফোনে রয়েছে 512MB RAM আর 4GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে 128GB পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। Jio Phone 2 তে রয়েছে একটি 2MP ব্যাক ক্যামেরা। এর সাথেই Jio Phone 2 এর ভিতরে একটি 2000 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Jio Phone 2 তে রয়েছে VoLTE, VoWiFi, NFC, GPS, Bluetooth ও FM রেডিও। QWERTY কি-বোর্ড ছাড়াও Jio Phone 2 তে একটি ফোর ওয়ে নেভিগেশান কি থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন