আবার কবে কেনা যাবে Jio Phone 2?

আবার কবে কেনা যাবে Jio Phone 2?

শিঘ্রই আবার Jio.com থেকে কেনা যাবে Jio Phone 2

হাইলাইট
  • বৃহষ্পতিবার প্রথম ফ্ল্যাশ-সেলে কেনা গিয়েছিল Jio Phone 2
  • অল্প সময়ের মধ্যেই সীমিত স্টোক শেষ হয়ে যায়
  • 30 অগাস্ট দুপুর 12টায় আবার Jio Phone 2 ফ্ল্যাশসেল হবে
বিজ্ঞাপন

বৃহষ্পতিবার প্রথম ফ্ল্যাশ-সেলে কেনা গিয়েছিল Jio Phone 2। অল্প সময়ের মধ্যেই সীমিত স্টোক শেষ হয়ে যায়। আবার 30 অগাস্ট ফ্ল্যাশসেলে কেনা যাবে লেটেস্ট এই ফিচারফোন। 30 অগাস্ট দুপুর 12টায় Jio Phone 2 ফ্ল্যাশসেল হবে বলে কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে। প্রসঙ্গত বৃহষ্পতিবারের মতোই 30 অগাস্ট Jio.com থেকেই Jio Phone 2 ফ্ল্যাশসেল হবে। Jio Phone 2 এর অন্যতম প্রধান আকর্ষন ফোনের QWERTY কি-প্যাড।  

বৃহষ্পতিবারের ফ্ল্যাশসেলে অল্প সময়েই Jio Phone 2 স্টোক শেষ হয়ে যায়। অনেক গ্রাহক Jio Phone 2 কার্টে সফলভাবে নিতে পারলেও এর পরে ‘Page under maintenance’ এরর মেসেজের সম্মুখীন হয়েছেন।

jio phone 2 sale out of stock message gadgets 360 Jio Phone 2 Sale Out of Stock

বৃহষ্পতিবার করেক মিনিটে Jio Phone 2-এর স্টক শেষ হয়ে যায় 

 

Jio Phone 2 এর দাম ও স্পেসিফিকেশান

ভারতে Jio Phone 2 এর দাম 2,999 টাকা। 30 অগাস্ট থেকে ফ্ল্যাশসেলে Jio Phone 2 কেনা যাবে। তবে কবে থেকে এই ফোন শিপিং শুরু হবে তা জানায়নি Jio।

ডুয়াল সিম Jio Phone 2 তে থাকবে একটি 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। Jio Phone 2 তে KAI OS চলবে। এই ফোনে রয়েছে 512MB RAM আর 4GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে 128GB পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। Jio Phone 2 তে রয়েছে একটি 2MP ব্যাক ক্যামেরা। এর সাথেই Jio Phone 2 এর ভিতরে একটি 2000 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Jio Phone 2 তে রয়েছে VoLTE, VoWiFi, NFC, GPS, Bluetooth ও FM  রেডিও। QWERTY কি-বোর্ড ছাড়াও Jio Phone 2 তে একটি ফোর ওয়ে নেভিগেশান কি থাকছে।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »