বৃহষ্পতিবারের ফ্ল্যাশসেলে ফসকে গিয়েছে Jio Phone 2? অনেক চেষ্টা করেও Jio Phone 2 কিনতে ব্যর্থ হয়েছে? হতাশ হবে না। আবার শিঘ্রই ফ্ল্যাশসেলে কেনা যাবে লেটেস্ট এই ফিচারফোন।
আবার 6 সেপ্টেম্বর ফ্ল্যাশসেলে কেনা যাবে Jio Phone 2।
বৃহষ্পতিবার দ্বিতীয়বার ফ্ল্যাশ-সেলে বিক্রি হয়েছে Jio Phone 2। প্রথম সেলের মতোই অল্প সময়ের মধ্যেই সীমিত স্টোক শেষ হয়ে যায়। বৃহষ্পতিবারের ফ্ল্যাশসেলে ফসকে গিয়েছে Jio Phone 2? অনেক চেষ্টা করেও Jio Phone 2 কিনতে ব্যর্থ হয়েছে? হতাশ হবে না।
আবার 6 সেপ্টেম্বর ফ্ল্যাশসেলে কেনা যাবে লেটেস্ট এই ফিচারফোন। 6 সেপ্টেম্বর দুপুর 12টায় Jio Phone 2 ফ্ল্যাশসেল হবে বলে কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে। প্রসঙ্গত বৃহষ্পতিবারের মতোই 30 অগাস্ট Jio.com থেকেই Jio Phone 2 ফ্ল্যাশসেল হবে। Jio Phone 2 এর অন্যতম প্রধান আকর্ষন ফোনের QWERTY কি-প্যাড। বৃহষ্পতিবারের দ্বিতীয় ফ্ল্যাশসেলে অল্প সময়েই Jio Phone 2 স্টোক শেষ হয়ে যায়।
ভারতে Jio Phone 2 এর দাম 2,999 টাকা। 6 সেপ্টেম্বর ফ্ল্যাশসেলে Jio Phone 2 কেনা যাবে। ডুয়াল সিম Jio Phone 2 তে থাকবে একটি 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। Jio Phone 2 তে KAI OS চলবে। এই ফোনে রয়েছে 512MB RAM আর 4GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে 128GB পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। Jio Phone 2 তে রয়েছে একটি 2MP ব্যাক ক্যামেরা। এর সাথেই Jio Phone 2 এর ভিতরে একটি 2000 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Jio Phone 2 তে রয়েছে VoLTE, VoWiFi, NFC, GPS, Bluetooth ও FM রেডিও। QWERTY কি-বোর্ড ছাড়াও Jio Phone 2 তে একটি ফোর ওয়ে নেভিগেশান কি থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Introduces Vibe Coding to Its AI Studio, Lets Users Create AI Apps With Text Prompts