7,000mAh ব্যাটারির সাথে বাজার কাঁপাতে তৈরি Lava Agni 4, লঞ্চের আগেই দাম ফাঁস

Lava Agni 4 এর ডিজাইন সম্পূর্ণ আলাদা। পিছনে মিনি ডিসপ্লে থাকছে না।

7,000mAh ব্যাটারির সাথে বাজার কাঁপাতে তৈরি Lava Agni 4, লঞ্চের আগেই দাম ফাঁস

Photo Credit: 91Mobiles/ Yogesh Brar

Lava Agni 4 ডুয়াল ক্যামেরার সাথে আসতে পারে

হাইলাইট
  • Lava Agni 4-এর হাইলাইট হতে পারে 7,000mAh ব্যাটারি
  • ফোনটিতে গুগল পিক্সেল সিরিজের কায়দায় ক্যামেরার ডিজাইন থাকবে
  • এটি ডুয়াল 50 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসতে পারে
বিজ্ঞাপন

Lava Agni 4 স্মার্টফোনের আগমনের সময় প্রায় এসে উপস্থিত। বর্তমানে দেশের মোবাইল ফোনের বাজারে যে কয়েকটি ভারতীয় সংস্থার নাম টিমটিম করে জ্বলছে, তাদের মধ্যে অন্যতম হল লাভা। 2024 সালের অক্টোবরে মিনি অ্যামোলেড কভার ডিসপ্লের সঙ্গে Agni 3 লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল তারা। সেই ফোনেরই আপগ্রেড ভার্সন হিসেবে খুব শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে Agni 4। এতে গুগলের পিক্সেল সিরিজের স্মার্টফোনগুলির কায়দায় ক্যামেরা মডিউল নকশা করা হয়েছে। অফিসিয়াল লঞ্চের আগেই লাভার নতুন ফোনের দাম, স্পেসিফিকেশন, ও ডিজাইন অনলাইনে ফাঁস হয়েছে।

Lava Agni 4 দাম (সম্ভাব্য)

91Mobiles এর একটি প্রতিবেদন অনুসারে, Lava Agni 4-এর দাম ভারতে 25,000 টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, গত বছরের Lava Agni 3-এর চিপসেট এবং দামের উপর ভিত্তি করে এই দাম নির্ধারণ করা হয়েছে। যদি খবরটা সত্য হয়, তাহলে পূবর্সূরী মডেলের তুলনায় দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে এটি কত জিবি র‍্যাম বা স্টোরেজের মূল্য সেটা জানা যায়নি।

প্রসঙ্গত, লঞ্চ হওয়ার সময় Lava Agni 3 এর দাম ছিল 20,999 টাকা। বেস মডেলটিতে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ ছিল। এতে চার্জার উপলব্ধ ছিল না। চার্জার সহ দাম 22,999 টাকা ধার্য করা হয়েছিল। অন্যদিকে, চার্জার বান্ডেল করা অবস্থায় 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 24,999 টাকা রাখা হয়েছিল।

Lava Agni 4 ডিজাইন 

লাভা অগ্নি 4-এর ডিজাইন অগ্নি 3-এর থেকে সম্পূর্ণ আলাদা। পিছনের মিনি ডিসপ্লে বাদ গিয়েছে। ফাঁস হওয়া রেন্ডার ফোনটিতে অনুভূমিকভাবে সারিবদ্ধ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখিয়েছে, যা গুগল পিক্সেলের স্টাইলে একটি পিল-আকৃতির ক্যামেরা আইল্যান্ডের ভিতরে রাখা হয়েছে। দুটি লেন্সের মাঝখানে একটি LED ফ্ল্যাশও দেখা যাচ্ছে। হ্যান্ডসেটটির দুই পাশে ধাতব ফ্রেম থাকতে পারে, যা ফোনের সাদা রঙের ব্যাক প্যানেলের সাথে ভাল মানাবে।

Lava Agni 4 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, Lava Agni 4 মডেলে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে থাকতে পারে। এটি 4 ন্যানোমিটারের MediaTek Dimensity 8350 প্রসেসর দ্বারা চালিত হবে, যার পিক ক্লক স্পিড 3.35 গিগাহার্টজ। চিপটি UFS 4.0 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ডুয়াল 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। সবথেকে আকর্ষণীয় বিষয় হল, ফোনটিতে 7,000mAh বা তার বেশি ক্ষমতার ব্যাটারি প্যাক থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে ফোনটি তার সেগমেন্টে সবথেকে শক্তিশালী ব্যাটারির জন্য পরিচিতি পেতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus 15 ঝড় তুলতে লঞ্চ হচ্ছে 27 অক্টোবর, এই বছরের সেরা স্মার্টফোন?
  2. 1 টাকায় 30 দিন আনলিমিটেড কল ও ডেটা, দিওয়ালি অফার এনে হইচই ফেলল এই সংস্থা
  3. Oppo Find X9 ও Find X9 Pro বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  4. এক বছর আগের Samsung ফোনের দাম 16,000 টাকা কমল, পুরনো হলেও বিশাল ক্রেজ
  5. 200MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 15 সিরিজ, দাম প্রকাশ্যে
  6. 50MP সেলফি ক্যামেরার Oppo ফোনে রেকর্ড ডিসকাউন্ট, দাম একলাফে 14,000 টাকা কমল
  7. ফ্ল্যাগশিপ কিলার Redmi K90 ও K90 Pro Max লঞ্চ হচ্ছে অক্টোবরে, দাম নিয়ে বিরাট আপডেট
  8. পুজোর ছবি-ভিডিওতে ফোনে জায়গা শেষ? 2TB স্টোরেজ মাত্র 11 টাকায় দিচ্ছে Google
  9. Apple অবিশ্বাস্য গতির M5 চিপ-সহ নতুন MacBook Pro আনল, দিনভর চার্জ ছাড়াই চলবে!
  10. Motorola Razr 60-এর দাম 10,000 টাকা কমল, সবচেয়ে সস্তায় স্টাইলিশ ফোল্ডেবল স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »