Photo Credit: 91Mobiles/ Yogesh Brar
Lava Agni 4 ডুয়াল ক্যামেরার সাথে আসতে পারে
Lava Agni 4 স্মার্টফোনের আগমনের সময় প্রায় এসে উপস্থিত। বর্তমানে দেশের মোবাইল ফোনের বাজারে যে কয়েকটি ভারতীয় সংস্থার নাম টিমটিম করে জ্বলছে, তাদের মধ্যে অন্যতম হল লাভা। 2024 সালের অক্টোবরে মিনি অ্যামোলেড কভার ডিসপ্লের সঙ্গে Agni 3 লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল তারা। সেই ফোনেরই আপগ্রেড ভার্সন হিসেবে খুব শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে Agni 4। এতে গুগলের পিক্সেল সিরিজের স্মার্টফোনগুলির কায়দায় ক্যামেরা মডিউল নকশা করা হয়েছে। অফিসিয়াল লঞ্চের আগেই লাভার নতুন ফোনের দাম, স্পেসিফিকেশন, ও ডিজাইন অনলাইনে ফাঁস হয়েছে।
91Mobiles এর একটি প্রতিবেদন অনুসারে, Lava Agni 4-এর দাম ভারতে 25,000 টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, গত বছরের Lava Agni 3-এর চিপসেট এবং দামের উপর ভিত্তি করে এই দাম নির্ধারণ করা হয়েছে। যদি খবরটা সত্য হয়, তাহলে পূবর্সূরী মডেলের তুলনায় দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে এটি কত জিবি র্যাম বা স্টোরেজের মূল্য সেটা জানা যায়নি।
প্রসঙ্গত, লঞ্চ হওয়ার সময় Lava Agni 3 এর দাম ছিল 20,999 টাকা। বেস মডেলটিতে 8 জিবি র্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ ছিল। এতে চার্জার উপলব্ধ ছিল না। চার্জার সহ দাম 22,999 টাকা ধার্য করা হয়েছিল। অন্যদিকে, চার্জার বান্ডেল করা অবস্থায় 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 24,999 টাকা রাখা হয়েছিল।
লাভা অগ্নি 4-এর ডিজাইন অগ্নি 3-এর থেকে সম্পূর্ণ আলাদা। পিছনের মিনি ডিসপ্লে বাদ গিয়েছে। ফাঁস হওয়া রেন্ডার ফোনটিতে অনুভূমিকভাবে সারিবদ্ধ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখিয়েছে, যা গুগল পিক্সেলের স্টাইলে একটি পিল-আকৃতির ক্যামেরা আইল্যান্ডের ভিতরে রাখা হয়েছে। দুটি লেন্সের মাঝখানে একটি LED ফ্ল্যাশও দেখা যাচ্ছে। হ্যান্ডসেটটির দুই পাশে ধাতব ফ্রেম থাকতে পারে, যা ফোনের সাদা রঙের ব্যাক প্যানেলের সাথে ভাল মানাবে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, Lava Agni 4 মডেলে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে থাকতে পারে। এটি 4 ন্যানোমিটারের MediaTek Dimensity 8350 প্রসেসর দ্বারা চালিত হবে, যার পিক ক্লক স্পিড 3.35 গিগাহার্টজ। চিপটি UFS 4.0 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ডুয়াল 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। সবথেকে আকর্ষণীয় বিষয় হল, ফোনটিতে 7,000mAh বা তার বেশি ক্ষমতার ব্যাটারি প্যাক থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে ফোনটি তার সেগমেন্টে সবথেকে শক্তিশালী ব্যাটারির জন্য পরিচিতি পেতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন