দুটি স্টোরেজ বিকল্পের সাথে পাওয়া যাচ্ছে Lava Yuva 4
Photo Credit: Lava
লাভা ইউভা 4 একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বহন করে
বিগত বৃহস্পতিবার ভারতে লঞ্চ করা হয়েছে, Lava Yuva 4। যেটিতে একটি Unisoc T606 চিপসেট যুক্ত করা আছে। দাবি করা হয়েছে যে,হ্যান্ডসেটটি 230, 000থেকেও বেশি AnTuTu স্কোর অর্জন করেছে।এটি একটি 50মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা এবং একটি 8মেগাপিক্সেলের সেলফি শুটার নিয়ে এসেছে।এছাড়াও এটির পাশে একটি সামান্য উঁচু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি 5000mAh-এর ব্যাটারী আছে।
বর্তমানে ফোনটি দুটি স্টোরেজ বিকল্পের সাথে অফলাইন খুচরো বিক্রেতাদের কাছে কেনার জন্য উপলব্ধ আছে। কোম্পানির Yuva 4 হ্যান্ডসেটটি চলতি বছরে ফেব্রুয়ারি মাসে উন্মোচিত Lava Yuva 3-এর উত্তরসূরী।
কোম্পানির একজন কার্যনির্বাহক Gadget's 360-এর কাছে জানিয়েছে যে,ভারতের বাজারে Lava Yuva 4 হ্যান্ডসেটটির 4জিবি+64জিবি বিকল্পের জন্য দাম শুরু হচ্ছে 6,999 টাকা থেকে।সেখানে 4জিবি+128জিবি বিকল্পটির দাম শুরু হচ্ছে 7,499 টাকা।এটি গ্লসি ব্ল্যাক,গ্লসি পার্পল এবং গ্লসি হোয়াইট রঙের বিকল্পে উপলব্ধ আছে।
বর্তমানে স্মার্টফোনটি দেশের বাজারে অফলাইন খুচরো বিক্রেতাদের কাছে পাওয়া যাবে।কোম্পানি ‘ রিটেল ফার্স্ট স্ট্র্যাটেজি'-র দাবি করেছে,যেটির প্রধান লক্ষ্য হলো গ্রাহকদের এক অন্যন্য রিটেল অভিজ্ঞতা প্রদান করা এবং ‘পজিটিভ পোস্ট-সেল জার্নি' অর্থ্যাৎ কেনার পরে এক ইতিবাচক যাত্রা প্রদান করা।
একটি সাংবাদিক বৈঠকে কোম্পানি নিশ্চিত করেছে যে,ফোনটি একটি বছরের ওয়ারেন্টি এবং বিনামূল্যে হোম সার্ভিসিংয়ের সুবিধা পাবে।
Lava Yuva 4 হ্যান্ডসেটটিতে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.56ইঞ্চির HD+ স্ক্রিন আছে। ফোনটি একটি Unisoc T606 SoC দ্বারা চালিত,যেটির সাথে 4জিবি RAM এবং 128জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত করা আছে।এটি প্রথম থেকেই Android 14 দ্বারা চালিত।
ক্যামেরার ক্ষেত্রে একটি 50মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা এবং একটি 8মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। সামনের ক্যামেরাটি ফোনটির সামনের প্যানেলের উপরের মধ্যবর্তী অংশে হোলপাঞ্চ স্লটের মধ্যে অবস্থিত।
Lava Yuva 4 হ্যান্ডসেটটিতে 10W তারযুক্ত চার্জিং সমর্থিত একটি 5000mAh ব্যাটারী আছে। ফোনটিতে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।বলা হয়েছে ফোনটির একটি গ্লসি ব্ল্যাক ডিজাইন আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket