8 ডিসেম্বর বাজারে আসবে Lenovo Z5s
গত মাসে লঞ্চ হয়েছিল Lenovo Z5 Pro। এবার লঞ্চ হবে Lenovo Z5s। আপাতত চিনে এই স্মার্টফোন লঞ্চ করবে Lenovo। ইতিমধ্যেই চিনের মাইক্রো ব্লগিং সাইট Weibo তে একের পর এক টিজাত্র পোস্ট করছেন Lenovo ভাইস প্রেসিডেন্ট চ্যাং চেং। প্রথমে তিনি জানিয়েছিলেন 6 ডিসেম্বর এই স্মার্টফোন লঞ্চ হবে। পরে তিনি জানান লঞ্চ পিছিয়ে 18 ডিসেম্বর বাজারে আসবে এই স্মার্টফোন।
ইতিমধ্যেই চিনের এই ওয়েবসাইটে দুটি আলাদা টিজার পোস্ট করেছেন চ্যাং। সেই টিজার থেকে জানা গিয়েছে 18 ডিসেম্বর চিনে লঞ্চ হবে Lenovo Z5s। এই ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। সম্প্রতি লঞ্চ হওয়া Lenovo Z5 Pro ফোনে ডুয়াল ক্যামেরা সেট আপ ছিল। এছাড়াও ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
ছবি সৌজন্যে: TENAA
TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে ইতিমধ্যেই Lenovo Z5s ফোনটি দেখা গিয়েছে। Lenovo Z5s ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটারড্রপ নচ। ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। 18 ডিসেম্বর চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন