Lenovo Z5 Pro ফোনে Oppo Find X ও Mi Mix 3 এর মতো স্লাইডার ক্যামেরা ডিজাইন থাকবে। তবে Oppo Find X এর স্লাইডার মোটরের সাহায্যে ওঠা নামা করলেও Lenovo Z5 Pro ফোনের ক্যামেরা স্লাইডার ম্যানুয়ালি ওঠানামা করবে। এছাড়াও Lenovo Z5 Pro তে থাকবে বেজেল বিহীন ডিসপ্লে আর ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিট সেন্সার।