Photo Credit: Weibo
জুন মাসে লঞ্চ হয়েছিল Lenovo Z5। লঞ্চের আগে কোম্পানি দাবি করেছিল এই ফোনে থাকবে সম্পূর্ণ বেজেল লেস ডিসপ্লে, 4TB স্টোরেজ। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি Lenovo। বাজারে আর দশটা ফোনের মতোই এই ফোনের ডিসপ্লের উপরেও ছিল একটি কালো নচ। এবার একোম্পানির এক প্রতিনিধি জানিয়েছে আগামী 1 অক্টোবর বাজারে আসবে এই ফোনের পরবর্তী ভার্সান Lenovo Z5 Pro।
কোম্পানির এক প্রতিনিধি ইতিমধ্যেই এই ফোনের ছবি দেখিয়েছেন। সেখানে দেখা গিয়েছে Lenovo Z5 Pro ফোনে Oppo Find X এর মতো স্লাইডার ক্যামেরা ডিজাইন থাকবে। তবে Oppo Find X এর স্লাইডার মোটরের সাহায্যে ওঠা নামা করলেও Lenovo Z5 Pro ফোনের ক্যামেরা স্লাইডার ম্যানুয়ালি ওঠানামা করবে।
তবে এই ফোনের দাম বা স্পেসিফিকেশান সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। Lenovo Z5 Pro ফোনের দাম ও স্পেসিফিকেশান জানার অন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন