লিনোভোর তরফে জানানো হল তাদের নতুন এই Z5 এ পাওয়া যাবে 45 দিনের স্ট্যান্ডবাই ব্যাটারি ব্যাক আপ। যা ঘন্টায় বদল করলে দাঁড়ায় 1080 ঘন্টা।
নিজেদের নতুন স্মার্টফোন Z5 লঞ্চের আগে বাজার গরম করতে ব্যাস্ত Lenovo। কিছুদিন আগেই কোম্পানির তরফে জানানো হয়েছিল তাদের নতুন স্মার্টফোন Z5 এ থাকবে বিশাল 4TB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও থাকবে সম্পূর্ণ ফুল স্ক্রিন ডিসপ্লে। এবার লিনোভোর তরফে জানানো হল তাদের নতুন এই Z5 এ পাওয়া যাবে 45 দিনের স্ট্যান্ডবাই ব্যাটারি ব্যাক আপ। যা ঘন্টায় বদল করলে দাঁড়ায় 1080 ঘন্টা। বিশেষজ্ঞরা বলছেন ডাইনোসর ব্যাটারি ব্যাবহার না করলে এই কথা সত্যি হওয়া সম্ভব নয়। গ্রাহকদের মধ্যে বিশাল এই প্রত্যাশা তৈরী করে তা কতটা সফল করতে পারে লিনোভো তা জানার জন্য অপেক্ষা করতে হবে ফোন লঞ্চ হওয়া পর্যন্ত।
Z5 এর বিশাল এই স্ট্যান্ডবাই টাইমের এই তথ্যটি কোম্পানির তরফে পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও নিয়মিত এই ফোন নিয়ে পোস্ট করা হচ্ছে এক মাইক্রো ব্লগিং সাইটে। আর সেখানেই নতুন পোস্টে জানাও হয়েছে বিশাল এই 45 দিনের স্ট্যান্ড বাই ব্যাকআপ এর খবর। বিশাল স্ট্যান্ড বাই ব্যাকআপ থাকলেও Lenovo Z5 ফোনে ভয়েস কল, ভিডিও প্লে ব্যাক ও ওয়েব ব্রাউজিং এর পরে ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। এই সব প্রশ্নের উত্তরের জন্যই আগামি 14 জুন এই ফোনের লঞ্চ ইভেন্টের অপেক্ষা করে থাকতে হবে আমাদের সবাইকেই।
এই একই সোশাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে খুব শিঘই পাঠানো হবে এই লঞ্চ ইভেন্টের আমন্ত্রন পত্র। কোম্পানির তরফে আগেই সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছিল Lenovo Z5 এর ডিসপ্লের উপরে থাকবে না কোন নচ। গোটা ফোন জুড়েই থাকবে এই ফোনের ফুল ক্রিন ডিসপ্লেটি। এছাড়াও ওয়েব দুনিয়ায় খবর এই ফোনের ক্যামেরায় থাকবে রিয়ার ডিয়াল ক্যামেরা। এই ক্যামেরাতে ছবি তোলার পর তা আরও সুন্দর করে তুলবে এই ফোনের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স। লিনোভো জানিয়েছে এই ফোনে থাকবে বিশাল 4TB ইন্টারনাল স্টোরেজ। নতুন ‘পার্টিকেল টেকনোলজির’ মাধ্যমে এই বিশাল স্টোরেজ যোগ করতে সক্ষম হয়েছে চিনের এই টেকনলজি জায়েন্ট। কোম্পানির তরফে জানানো হয়েছে এই ফোনের বিশাল ইন্টারনাল স্টোরেজে রাখা যাবে 2000 টি HD সিনেমা, 150,000 লসলেস মিউজিক ফাইল আর 10 লক্ষ ছবি। এই সব ফিচার দেখেই মনে হচ্ছে লঞ্চের পরে প্রিমিয়াম সেগমেন্টে বাজার জমিয়ে দেবে লিনোভোর লেটেস্ট এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo V70 Series India Launch Timeline Leaked; Two Models Expected to Debut
Arc Raiders' Sales Cross 12.4 Million Copies as Embark Studios Rolls Out New Update