অবশেষে লঞ্চ হল Lenovo Z5। মঙ্গলবার বেজিং এ এক ইভেন্টে এই স্মার্টফোনটি লঞ্চ করেছে চিনের এই কোম্পানি। এর সাথেই এই ইভেন্টে লঞ্চ হয়েছে Lenovo A5 ও Lenovo K5 Note স্মার্টফোনদুটি। আগে শোনা গিয়েছিল Lenovo Z5 এ থাকবে বেজেল লেস ডিসপ্লে। কিন্তু লঞ্চের পরে দেখা গেল এই ফোনের ডিসপ্লের উপরে একটি কালো বেজেল রয়েছে। এর সাথেঈ ডিসপ্লের নীচের খানিকটা বেজেল রয়েছে Lenovo Z5 এ। নতুন এই ফোনে থাকছে লেটেস্ট Qualcomm Snapdragon 636 চিপসেট ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা।
চিনে Lenovo Z5 এর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,399 ইউয়ান (প্রায় 14,700 টাকা)। অন্যদিকে 128GB ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1,799 ইউয়ান (প্রায় 18,900 টাকা)। আগামী 12 জুন সকাল 10 টা থেকে চিনে Lenovo Z5 এর প্রি অর্ডার শুরু হবে।
ডুয়াল সিম Lenovo Z5 এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ZUI 3.9। Lenovo Z5 এ আছে একটি 6.2 ইঞ্চি FHD+ 18.7:9 ডিসপ্লে। Lenovo জানিয়েছে এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90%। Lenovo Z5 এর ভিতরে রয়েছে একটি Qualcomm Snapdragon 636 চিপসেট। এর সাথেই রয়েছে 6GB RAM। 64GB ও 128GB দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Lenovo র নতুন এই ফোন। এছাড়াও এই ফোনের ভিতরে থাকবে একটি 3300mAh ব্যাটারি।
Lenovo Z5 এ থাকবে ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী সেন্সারে থাকবে একটি 16MP সেন্সার। আর এর সাথেই ফোনের পিছনে থাকবে একটি 8MP সেকেন্ডারি সেন্সার। Lenovo Z5 এর ক্যামেরা তে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট থাকবে। Lenovo Z5 এর সামনে থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা। microSD কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে Lenovo Z5 এর স্টোরেজ।
কানেক্টিভিটির জন্য Lenovo Z5 এ থাকবে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac সাথে হটস্পট, Bluetooth v5.0, GPS, 3.5মিমি হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট। এছাড়াও এই ফোনে থাকবে accelerometer, অয়াম্বিয়েন্ট লাইট সেন্সার, ইলেকট্রনিক কম্পাস, জাইরোস্কোপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ও প্রক্সিমিটি সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন