তাইওয়ানের চিপ নিমার্ণকারী সংস্থা মিডিয়াটেকের পক্ষ থেকে জানানো হয়েছে তারা জেড টি ই কর্প সংস্থার কাছে নিজেদের তৈরি করা চিপ রপ্তানি করার সরকারি আদেশের জন্য আবেদন জানাবেন।
তাইওয়ানের চিপ নিমার্ণকারী সংস্থা মিডিয়াটেকের পক্ষ থেকে জানানো হয়েছে তারা জেড টি ই কর্প সংস্থার কাছে নিজেদের তৈরি করা চিপ রপ্তানি করার সরকারি আদেশের জন্য আবেদন জানাবেন.
জেড টি ই কর্প, চিনের একটি টেলিকম উপকরণ প্রস্তুতকারী সংস্থা যেটির জন্য এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে.
এই নিষেধাজ্ঞা সাত মাসের জন্য জারি করা হয় কারণ জানা গিয়েছে জেড টি ই মার্কিন রাজ্যে তৈরি করা দ্রব্য ইরানে সরবরাহ করছিল, তাদের অনুমোদন না থাকা সত্বেও.
জেড টি ইর পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন ও চীনের অভ্যন্তরীণ আমদানি সংক্রান্ত সমস্যার ফলে তৈরি হওয়া এই নিষেধাজ্ঞা তাদের ব্যবসাকে বিপুলভাবে ক্ষতিগ্রস্থ করেছে.
মিডিয়াটেকের মুখপাত্র রয়টার্সকে সোমবার জানিয়েছেন তাইওয়ানের অর্থদপ্তরের বাণিজ্য বিভাগ সেই দেশের সংস্থাগুলিকে অনেক বেশি সাহায্য করেছে.
ডেভিড সু, তাইওয়ানের অর্থদপ্তরের বাণিজ্য বিভাগের ডেপিউটি ডিরেক্টর জেনারেল, রয়টার্সকে জানান যে সে সব সংস্থা নিজেদের দ্রব্য জেড টি ইর কাছে রপ্তানি করতে চাই, তাদের সকলেরই অনুমোদনের প্রয়োজন.
সু ফোনে জানান, "আমরা নিরাপদ থাকতে চাই যাতে এই সংস্থা গুলি পরমাণু বোমা বা রাসায়নিক বোমা সংক্রান্ত কোনো দ্রব্য আদান প্রদান না করতে পারে। এই রকম অনুমোদন এর আগেও প্রচলিত ছিল, কিন্তু এর আগে কখনো কোনো একটি নির্দিষ্ট সংস্থার তথ্য আমরা প্রকাশ করিনি."
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
YouTube Updates Search Filters With New Shorts Option and Simplified Sorting