জনপ্রিয় Xiaomi Redmi Note 5 Pro তে পাওয়া যাবে 2,000 টাকা ছাড়। 4GB RAM আর 6GB RAM দুটি ভেরিয়েন্টেই 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। একই ভাবে 12,999 টাকার Redmi Y2 মাত্র 10,999 টাকায় পাওয়া যাবে।
Xiaomi Redmi Note 5 Pro তে পাওয়া যাবে 2,000 টাকা ছাড়
এই বছরের "Diwali with Mi" সেলের শুরু হল। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই বছরের Xiaomi –র দীপাবলীর সেল। 23 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত চলবে এই "Diwali with Mi" সেল। Mi.com থেকে এই সেলে বিভিন্ন Xiaomi প্রোডাক্ট আকর্ষনীয় অফারে পাওয়া যাবে। এই সেলে Xiaomi স্মার্টফোন, স্মার্ট টিভি, অ্যাকসেসারিজ সহ সব প্রোডাক্ট কেনা যাবে। এছাড়াও মাত্র 1 টাকায় ফ্ল্যাশ সেলে একাধিক প্রোডাক্ট বিক্রি করবে চিনের কোম্পানিটি।
জনপ্রিয় Xiaomi Redmi Note 5 Pro তে পাওয়া যাবে 2,000 টাকা ছাড়। 4GB RAM আর 6GB RAM দুটি ভেরিয়েন্টেই 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। একই ভাবে 12,999 টাকার Redmi Y2 মাত্র 10,999 টাকায় পাওয়া যাবে। এছাড়াও দীপাবলী সেলে মাত্র 14,999 টাকায় পাওয়া যাবে Mi A2।
এই সেলে স্মার্টফোনের সাথে সাথেই কোম্পানির স্মার্টটিভিতেও থাকছে বিশেষ ছাড়। 22,999 টাকার Mi LED TV 4A 21,999 টাকায় পাওয়া যাবে।
এছাড়াও অডিও অ্যাকসেসারিজেও থাকছে বিশেষ ছাড়। মাত্র 799 য়টযাকায় পাওয়া যাবে Mi Bluetooth Headset, 349 টাকায় পাওয়া যাবে Mi Earphones Basic, 599 টাকায় পাওয়া যাবে Mi Earphone।
এছাড়াও SBI ক্রেডিট কার্ড গ্রাহকরা 7,500 টাকার কেনাকাটায় ফ্ল্যাট 750 টাকা ডিসকাউন্ট পাবেন। Redmi Note 5 Pro আর Poco F1 কিনলে PAytm ওয়ালেটে 500 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। 32 ইঞ্চি আর 43 ইঞ্চি স্মার্টটিভিতে Amazon Pay ব্যবহার করে পেমেন্ট করলে 500 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
ইতিমধ্যেই অফলাইন পার্টনারের মাধ্যমে কোম্পানির একাধিক প্রোডাক্টে ছাড় ঘোষণা করেছে Xiaomi। 18 অক্টোবর থেকে ইতিমধ্যেই এই সেল শুরু হয়েছে। চলবে 7 নভেম্বর পর্যন্ত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find N5, Find X8 Series, and Reno 14 Models to Get ColorOS 16 Update in November: Release Schedule