বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হয়েছে Mi Fan Festival 2019। 06 এপ্রিল পর্যন্ত এই সেলে সস্তা হয়েছে Poco F1, Redmi Note 6 Pro, Redmi Note 5 Pro, Redmi 6 Pro সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন। এছাড়াও সস্তা হয়েছে Mi LED TV 4 Pro, Mi Air Purifier 2S, Mi Band HRX Edition এর মতো প্রোডাক্টগুলি। রোজ দুপুর 2 টোয় 1 টাকায় ফ্ল্যাশ সেলের আয়োজন করেছে চিনের কোম্পানিটি। Mi.com আর কোম্পানির অফলাইন স্টোর Mi Home আর Mi Store থেকে এই সেলের সুবিধা পাওয়া যাবে।
Mi Fan Festival 2019 এ সস্তা হয়েছে Poco F1 এর 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। 22,999 টাকার পরিবর্তে 20,999 টাকায় এই ফোন পাওয়া যাচ্ছে। 2,000 টাকা সস্তা হয়েছে Redmi Note 5 Pro ফোনের দুটি স্টোরেজ ভেরিয়েন্ট। সস্তা হয়েছে Redmi Note 6 Pro, Redmi 6, Redmi 6A, Redmi 6 Pro সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন।
সস্তা না হলেও Mi Fan Festival 2019 এ ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে সদ্য লঞ্চ হওয়া Redmi Note 7, Redmi Note 7 Pro আর Redmi Go। বৃহস্পতিবার দুপুর 12 টায় ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে এই ফোনগুলি। সস্তা হয়েছে Mi Compact Bluetooth Speaker 2 (699 টাকা), Mi Earphones (599 টাকা) , Mi Body Composition (1,499 টাকা), Mi Air Purifier 2S (8,499 টাকা) আর Mi Band HRX Edition (999 টাকা) এর মতো প্রোডাক্টগুলি।
HDFC ব্যাঙ্ক গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত ছাড়। Mi Pay ব্যবহার করে পেমেন্ট করলে রোজ একটি Redmi Note 7 অথবা Mi LED TV কেনার সুযোগ করে দেবে Xiaomi।
এছাড়াও রোজ 1 টাকার ফ্ল্যাশ সেল নিয়ে আসছে Xiaomi। এর সেলে মাত্র 1 টাকায় Poco F1 ,Mi Band 3 জেতার সুযোগ থাকছে। থাকছে 1 টাকায় Redmi Note 7 Pro, Poco F1, Mi Soundbar, Mi LED TV 4A Pro (32 ইঞ্চি), Home Security Camera আর Mi Sports Bluetooth Earphones জেতার সুযোগ। সেল চলার সময় রোজ দুপুর 2 টোয় এই সেল শুরু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন