Photo Credit: Twitter/ Manu Kumar Jain
17 জুলাই ভারতে আয়োজিত হবে Mi Pop 2019। এই ইভেন্টে একগুচ্ছ খেলার মাধ্যমে গ্রাহকদের হাতে একাধিক পুরস্কার তুলে দেবে চিনের কোম্পানিটি। একই অনুষ্ঠানে ভারতে লঞ্চ হতে পারে Redmi K20 আর Redmi K20 Pro। মে মাসে চিনে এই দুই স্মার্টফোন লঞ্চ হয়েছিল। অনেক দিন ধরেই ভারতে এই ফোন লঞ্চের কথা জানিয়ে আসছে Xiaomi। কবে ভারতে এই দুই ফোন লঞ্চ হবে এখনও জানায়নি চিনের কোম্পানিটি।
ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন ট্যুইটারে জানিয়েছেন 17 জুলাই নতুন দিল্লিতে Mi Pop 2019 অনুষ্ঠিত হবে। এই প্রথম ভারতে Mi Pop আয়োজন করেছে চিনের কোম্পানিটি। এই অনুষ্ঠানের মাধ্যমেই এই দেশের কোম্পানির পঞ্চম বর্ষপূর্তি পালক করবে Xiaomi।
ইতিমধ্যেই কোম্পানি অফিশিয়াল ওয়েবসাইটে Mi Pop 2019 ইভেন্টের জন্য আলাদা পেজ তৈরী করেছে Xiaomi। ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। সীমিত সংখ্যক সিটের জন্য রেজিস্ট্রেশন খোলা থাকবে।
কেন ভারতে Mi Pop ইভেন্ট আয়োজন করা হয়েছে তার সঠিক কারন জানায়নি Xiaomi। অনেকেই মনে করছে ভারতে Redmi K20 আর Redmi K20 Pro লঞ্চের জন্য বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই চিনে 10 লক্ষের বেশি Redmi K20 আর Redmi K20 Pro লঞ্চ করেছে Xiaomi।
সম্প্রতি প্রকাশিত টিজারে জানা গিয়েছে 15 জুলাই এর আগে ভারতে এই দুই ফোন লঞ্চ হবে। দুই দিন পিছিনে 17 জুলাই লঞ্চ হতে পারে বহু প্রতীক্ষিত এই দুই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন