Moto G06 Power-এর বডি IP64 সার্টিফায়েড
Photo Credit: Flipkart
Motorola ভারতে আনছে Moto G06 Power। এটি আগামীকাল, অক্টোবর 7 দুপুর 12:00 টার সময় এ দেশে লঞ্চ হবে। মোটোরোলার অন্যান্য ফোনের মতো আসন্ন স্মার্টফোনটি ফ্লিপকার্ট ই-কমার্স সাইটে বিক্রি হবে। প্ল্যাটফর্মে লাইভ হওয়া একটি মাইক্রোসাইট থেকে হ্যান্ডসেটটির ডিজাইন থেকে শুরু করে কালার অপশন, স্পেসিফিকেশন, ফিচার্স প্রকাশ হয়েছে। Moto G06 Power মডেলটির সবচেয়ে বড় আকর্ষণ হল 7,000mAh ব্যাটারি। এমন ব্যাটারি সেগমেন্টে প্রথম বলে দাবি করছে মোটোরোলা। ফোনটির দামও আমজনতার সাধ্যের মধ্যে থাকবে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, Moto G06 Power সেপ্টেম্বর মাসে IFA বার্লিনে Moto G06-এর সঙ্গে আত্মপ্রকাশ করেছিল।
মোটো জি06 পাওয়ার একটি বড় 6.88 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে আসছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। বাইরের আঘাত বা স্ক্র্যাচ থেকে রক্ষা করতে স্ক্রিনে Corning Gorilla Glass 3 প্রোটেকশন থাকবে। আবার জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে IP64 রেটেড চ্যাসিস ব্যবহার করেছে কোম্পানি। উল্লেখ্য, গ্লোবাল মডেলে এইচডি+ রেজোলিউশন (720x1,640 পিক্সেল) ও 600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট আছে।
Moto G06 Power ভিগান লেদার বা কৃত্রিম চামড়ার তৈরি ব্যাক প্যানেল দিয়ে সজ্জিত, যা Pantone দ্বারা নির্বাচিত তিনটি রঙের বিকল্পে আসবে। এটি ইউরোপে প্যানটোন লরেল ওক, প্যানটোন টেপেস্ট্রি এবং প্যানটোন টেন্ড্রিল রঙে পাওয়া যায়। ডিভাইসটি MediaTek G81 Extreme প্রসেসরে চলবে। অর্থাৎ এতে 5G সাপোর্ট মিলবে না, শুধু 4G কানেক্টিভিটি থাকবে।
মোটোরোলার নতুন ফোনের মুখ্য আকর্ষণ 7,000mAh ব্যাটারি। এটি তার সেগমেন্টে বৃহত্তম বলে দাবি করছে কোম্পানি। ব্যাটারিটি ফুল চার্জে 3 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে। উন্নত সাউন্ড কোয়ালিটির জন্য Dolby Atmos-সাপোর্টেড স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। সফটওয়্যারের দিক থেকে Android 15 আগে থেকে ইন্সটল করা থাকবে। ফোনটি 8 জিবি পর্যন্ত র্যাম এবং 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধা মিলবে।
ছবি ও ভিডিও তোলার জন্য, Motorola G06 Power-এর পিছনে LED ফ্ল্যাশ এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল কোয়াড-পিক্সেল রিয়ার ক্যামেরা আছে। এটি 4K ভিডিও রেকর্ড করতে পারবে বলে মনে করা হচ্ছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনের দিকে 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এতে টু-ইন-ওয়ান ফ্লিকার সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং বিভিন্ন আলোর পরিবেশে ভালো ছবি তোলার জন্য পোর্ট্রেট মোড উপলব্ধ। মোটোরোলা কেমন দামে বাজেট ফোনটি লঞ্চ করে, সেটাই এখন দেখার বিষয়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.