Moto G06 Power ফোনে 7,000mAh ব্যাটারি আছে। মটোরোলার দাবি, এটি আড়াই দিন পর্যন্ত ব্যাকআপ দেবে।
Photo Credit: Motorola
Moto G06 ও Moto G06 Power এর দাম এখনও ঘোষণা হয়নি
Motorola দু'টি নতুন বাজেট স্মার্টফোন নিয়ে হাজির হল। IFA বার্লিনে Moto G06 এবং Moto G06 Power লঞ্চ করেছে তারা। এই 4G ফোনগুলি বেশ কিছু আকর্ষণীয় ফিচার্সের সঙ্গে এসেছে। উভয় হ্যান্ডসেটেই 120 হার্টজ ডিসপ্লে, MediaTek Helio G81 প্রসেসর, Android 15 অপারেটিং সিস্টেম, IP64 জলরোধী রেটিং, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Dolby Atmos সহ স্টেরিও স্পিকার, ও NFC (নির্বাচিত মার্কেটে উপলব্ধ) আছে। Moto G06 মডেলটি 5,200mAh ব্যাটারি পেলেও, Moto G06 Power পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। মটোরোলার দাবি, এটি আড়াই দিন পর্যন্ত ব্যাকআপ দেবে।
Moto G06 সিরিজের দুই ফোনে 6.88 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, এইচডি+ রেজোলিউশন (720x1,640 পিক্সেল), 600 নিট পিক ব্রাইটনেস, এবং কর্নিং গরিলা গ্লাস 3 প্রটেকশন অফার করে। ফোনগুলি মিডিয়াটেক হেলিও জি81 প্রসেসরে চলে। এই অক্টা-কোর চিপসেট 8 জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। একটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা থাকছে।
ক্যামেরা ডিপার্টমেন্টেও ফোনগুলির মধ্যে কোনও পাথর্ক্য নেই। মটোরোলার নতুন দুই স্মার্টফোনে LED ফ্ল্যাশ এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। এটি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য সামনের দিকে 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। বেস Moto G06 মডেলে 10W ফাস্ট চার্জিং সহ 5,200mAh ব্যাটারি রয়েছে, যেখানে Moto G06 Power আরও ফাস্ট 18W চার্জিং সাপোর্ট সহ একটি শক্তিশালী 7,000mAh ব্যাটারি অফার করে। সংস্থা দাবি করেছে, এটি বছরের পর বছর ব্যবহারের পরেও 80 শতাংশের বেশি ব্যাটারির স্বাস্থ্য ধরে রাখতে পারে।
এছাড়া, উভয় স্মার্টফোনেই ডুয়াল সিম (ন্যানো + ন্যানো) ডুয়াল 4G VoLTE, Wi-Fi, Bluetooth 6.0, GPS, USB Type-C, Android 15 ওএস ভিত্তিক Hello UI কাস্টম সফটওয়্যার, এবং NFC (নির্বাচিত অঞ্চলে উপলব্ধ) আছে। ফোনগুলি ডলবি অ্যাটমস সহ স্টেরিও স্পিকার, IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, 3.5 মিমি হেডফোন জ্যাক, ও সুরক্ষার জন্য একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়েছে। Moto G06 এবং G06 Power উভয়েই 8.82 মিমি পুরু।
Moto G06 প্যানটোন লরেল ওক, প্যানটোন অ্যারাবেস্ক, প্যানটোন টেপেস্ট্রি এবং প্যানটোন টেন্ড্রিল রঙে পাওয়া যাবে। অন্য দিকে, Moto G06 Power প্যানটোন লরেল ওক, প্যানটোন টেপেস্ট্রি এবং প্যানটোন টেন্ড্রিল রঙে উপলব্ধ। ফোনগুলি প্রথমে ইউরোপে বিক্রি হবে, তারপরে অন্যান্য দেশে। ভারতে কেমন দামে লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New FIFA Game to Launch on Netflix Games in Time for FIFA World Cup Next Year
Honor Magic V6 Tipped to Launch With 7,200mAh Dual-Cell Battery, Snapdragon 8 Elite Gen 5 SoC