Photo Credit: Weibo
কয়েক মাস আগেই ভারতে লঞ্চ হয়েছিল Moto G6। ইতিমধ্যেই Moto G7 লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে Motorola। সম্প্রতি ইন্টারনেটে Moto G7 ফোনের একটি ছবি ফাঁস হয়ে গিয়েছে। এই ছবিতে ফোনটিকে সামনে ও পিছন থেকে দেখা যাচ্ছে। এই ছবিতে দেখা যাচ্ছে ফোনের ডিসপ্লের উপরে লেখা রয়েছে Moto G6 Plus। তবে ইতিমধ্যেই ব্রাজিলে লঞ্চ হয়েছে Moto G6 Plus। এই ফোনের ডিসপ্লের উপরে কোন নচ নেই। এই ছবিতে দেখা যাচ্ছে ফোনের ডিসপ্লের উপরে একটি ওয়াটারড্রপ নচ থাকবে। এর সাথেই ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা।
চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে এই ছবি ফাঁস হয়েছে। এই পোস্টে জানানো হয়েছে ইতিমধ্যেই Motorolaকর্মীরা টেস্টিং এর জন্য এই ফোন ব্যবহার করা শুরু করেছেন। তবে এখনো পরীক্ষামুলক ভাবে এই ফোন তৈরী হয়েছে। এটি শেষ ভার্সান নয়। ছবি ফাঁস হওয়া ছবির এই ফোনে গ্লসি ব্যাক থাকবে। ফোনের ক্যামেরার নীচের থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের উপরেই কোম্পানির লোগো থাকবে। ছবিতে দেখা গিয়েছে এই ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। ফোনের পিছনে ক্যামেরা দুটি নীচেই থাকবে ফ্ল্যাশ। ফোনের সামনের দিকে প্রায় পুরো জায়গা জুড়েই ডিসপ্লে থাকবে। ডিসপ্লের উপরে একটি জলের ফোঁটার আকারে কালো নচ থাকবে।
এই ফোনের ডিসপ্লে থেকে জানা গিয়েছে নতুন এই ফোনে ডুয়াল সিম সাপোর্ট থাকবে। তবে ফোনের বাকি সব স্পেসিফিকেশান Moto G6 Plus এর সাথে মিলে যাচ্ছে। তা যদি সত্যি হয় তবে Moto G7এ থাকবে একট 12MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা। এর সাথেই থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা। Moto G7 এর ভিতরে থাকবে একটি 3,200 mAh ব্যাটারি আর Snapdragon 636 চিপসেট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন