Moto X70 Air স্লিক ডিজাইনের iPhone Air এবং Samsung Galaxy S25 Edge-এর সঙ্গে প্রতিযোগিতা করবে।
Photo Credit: Motorola
Moto X70 Air ভারতে Motorola Edge 70 নামে লঞ্চ হতে পারে
Moto X70 Air অক্টোবর 31 চীনে লঞ্চ হবে। তবে মঙ্গলবারেই Motorola তাদের এই আলট্রা স্লিম স্মার্টফোনের উপর থেকে পর্দা সরিয়েছে। এটি কোম্পানির ইতিহাসে সবথেকে পাতলা ফোন ও 5.99 মিলিমিটার পুরু। ফোনটি নভেম্বর 5 গ্লোবাল মার্কেটে আসবে এবং আগামী মাসে ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটটি Apple-এর iPhone Air এবং Samsung Galaxy S25 Edge-এর মতো স্লিক ডিজাইনের প্রিমিয়াম ফোনগুলিকে টেক্কা দেবে। Moto X70 Air ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জ স্পিডের দিক থেকে এগিয়ে আছে। তবে এতে মিড-রেঞ্জ স্পেসিফিকেশন থাকার ফলে দাম বাজেটের মধ্যে রাখা হবে। 159 গ্রাম ওজনের Moto X70 Air-এ OLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP68 + IP69 জলরোধী রেটিং আছে।
মোটো এক্স70 এয়ার 6.7 ইঞ্চি ওলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,500 নিট পিক ব্রাইটনেস, SGS আই কেয়ার প্রোটেকশন, এবং 1.5K (1,220 x 2,712 পিক্সেল) রেজোলিউশন অফার করে।
Moto X70 Air-এর পিছনের প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি Samsung সেন্সর সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 50 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে গঠিত। সামনে পাঞ্চ হোল কাটআউটে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
মোটোরোলার নতুন ফোন Snapdragon 7 Gen 4 প্রসেসরে চলে। এটি 12 জিবি LPDDR5X র্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসটিতে 68W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 4,800mAh ব্যাটারি আছে। তুলনাস্বরূপ, iPhone Air ও Galaxy S25 Edge যথাক্রমে 3,149mAh ও 3,900mAh ব্যাটারি অফার করে। নতুন ফোনটিতে Android 16 অপারেটিং সিস্টেম, 3D ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম, Adreno জিপিইউ, 5G, 4G, NFC, OTG সাপোর্ট, এবং IP68 + IP69 জলরোধী রেটিং রয়েছে।
Moto X70 Air বর্তমানে চীনে লেনোভোর অফিসিয়াল ওয়েবসাইটে 256 জিবি ও 512 জিবি স্টোরেজ অপশনে লিস্টেড আছে। সেখানে দাম উল্লেখ নেই। অক্টোবর 31 লঞ্চ হওয়ার দিন দাম সহ অন্যান্য তথ্য প্রকাশ করা হবে। এটি প্যানটোন-ভ্যালিডেটেড তিনটি রঙে পাওয়া যাবে — গ্যাজেট গ্রে, লিলি প্যাড, ও ব্রোঞ্জ গ্রীন। হ্যান্ডসেটটি Motorola Edge 70 নামে নভেম্বর 5 গ্লোবাল মার্কেটে আসবে। এবং আগামী মাসে ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন