সেলফি-প্রেমীদের জন্য চমক, 32MP ফ্রন্ট ক্যামেরার নতুন Motorola ফোন লঞ্চ হল, জলে ভিজলেও নষ্ট হবে না

Moto G Power 2026 মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি (MIL-810H) অফার করে।

সেলফি-প্রেমীদের জন্য চমক, 32MP ফ্রন্ট ক্যামেরার নতুন Motorola ফোন লঞ্চ হল, জলে ভিজলেও নষ্ট হবে না

Photo Credit: Motorola

Moto G Power (2026) comes with a 32-megapixel selfie camera

হাইলাইট
  • Moto G Power 2026-এ IP68 + IP69 স্তরের জল ও ধুলোরোধী ফ্রেম আছে
  • স্মার্টফোনটি Dolby Atmos প্রযুক্তির কোয়াড স্পিকার পেয়েছে
  • এটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে
বিজ্ঞাপন

Motorola নতুন বছরের আগে একটি ফ্রেশ মিড-রেঞ্জ ফোন লঞ্চের ঘোষণা করল, যার নাম Moto G Power 2026। এই স্মার্টফোনে বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স রয়েছে। হ্যান্ডসেটটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। Moto G Power 2026 মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি (MIL-810H) ও IP68 + IP69-স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ফ্রেমের সঙ্গে এসেছে। এছাড়াও, অন্যান্য ফিচার্সের মধ্যে 120 হার্টজ ডিসপ্লে, Dolby Atmos প্রযুক্তির কোয়াড স্পিকার, 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সাপোর্ট, এবং সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উল্লেখযোগ্য। চলুন ফোনটির দাম এবং খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Moto G Power 2026 স্পেসিফিকেশন ও ফিচার্স

Moto G Power 2026 স্মার্টফোনে 6.8 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি FHD+ রেজোলিউশন (2,388 x 1080 পিক্সেল) ও 1,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনকে শক্তিশালী ও সুরক্ষিত রাখতে Corning Gorilla Glass 7i কভার আছে। এটি স্ক্র্যাচ ও অন্যান্য আঘাত বা ক্ষতি থেকে স্ক্রিনকে রক্ষা করবে। এই ফোনে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল রয়েছে।

মোটোরোলার নতুন ফোনের সামনে সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), f/1.8 অ্যাপারচার ও কোয়াড পিক্সেল টেকনোলজি-যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার সহ 8 একটি মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত।

Moto G Power 2026 মডেলে Dimensity 6300 প্রসেসরে ব্যবহার করা হয়েছে। 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত এই চিপসেটে 2.4 গিগাহার্টজ ক্লক স্পিডের দু'টি Cortex A76 কোর ও ছয়টি 2 গিগাহার্টজ ক্লক স্পিডের কোর রয়েছে। চিপটি 8 জিবি LPDDR4x র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।

মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ডিভাইসটির স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এই ফোনে 5,200mAh ব্যাটারি ও 30W ফাস্ট চার্জিং প্রযুক্তি আছে। এছাড়াও, কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 5G SA/NSA, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4 গিগাহার্টজ + 5 গিগাহার্টজ), ব্লুটুথ 5.3, GPS, USB Type-C 2.0, ও NFC।

Moto G Power 2026 দাম

Moto G Power 2026 একটাই স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজের দাম 299,99 ডলার রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 27,300 টাকার সমান। এটি পিওর ক্যাশমিয়ার ও ইভিনিং ব্লু কালার অপশনে উপলব্ধ। উভয়েই ভিগান লেদার ব্যাক প্যানেল রয়েছে। ফোনটি ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে শুরু হল Motorola Signature ফোনের সেল, ক্যামেরা সেরা
  2. Samsung Galaxy F70 সিরিজ সস্তায় দুর্দান্ত ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হচ্ছে, ছবি ও ভিডিওতে বাজিমাত
  3. Realme 16 5G হাজির 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সাথে, ফোনের পিছনে রয়েছে আয়না
  4. Apple: আয়ে নতুন রেকর্ড, ভারত এখন অ্যাপলের গ্রোথ ইঞ্জিন, লাফিয়ে বাড়ছে আইফোন ইউজারের সংখ্যা
  5. Moto G67 ও Moto G77 স্মার্টফোন 108MP ক্যামেরা এবং Dolby সাউন্ডের সাথে লঞ্চ হল
  6. 9,000mAh ব্যাটারি ও 16 জিবি র‍্যামের সাথে Redmi Turbo 5 ও Turbo 5 Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল
  7. Airtel গ্রাহকরা পাচ্ছে 4,000 টাকার ফ্রি গিফ্ট, এক বছর পুরো বিনামূল্যে Adobe Express Premium
  8. 6,000mAh ব্যাটারি নিয়ে Samsung-এর সস্তা 5G ফোন ফেব্রুয়ারিতে লঞ্চ হচ্ছে, 6 বছর সফটওয়্যার আপডেট মিলবে
  9. Realme P4 Power 5G দেশের সবথেকে বড় 10,001mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, ফুল চার্জে 39 দিন চলবে
  10. Redmi Note 15 Pro 5G সিরিজ ভারতে 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচারের সাথে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »