Photo Credit: WinFuture
লঞ্চের আগেই Motorola One Zoom ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এল। এই ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। আগে Motorola One Pro নামে এই ফোন সামনে এলেও সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে Motorola One Zoom নামে লঞ্চ হবে এই স্মার্টফোন। সাম্প্রতিক রিপোর্টে এই ফোনের ক্যামেরা সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে এসেছিল।
রিপোর্টে জানানো হয়েছে Motorola One Zoom ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই সেন্সরের চারটি পিক্সেল এক হয়ে দুর্দান্ত ডিটেল সমহ 12 মেগাপিক্সেল ছবি তুলতে পারবে এই ক্যামেরা। এর সাথেই থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 5x টেলিফটো লেন্স। এছাড়াও ভালো পোট্রেট তোলার জন্য এই ফোনে থাকছে একটি ডেপ্ত সেন্সর।
রিপোর্টে আরও জানানো হয়েছে Motorola One Zoom ফোনের ডিসপ্লের উপরে থাকছে একটি ওয়াটার ড্রপ নচ। ডিসপ্লের পাশে থাকছে পাতলা বেজেল। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ওয়াটার ড্রপ নচে থাকবে এই ফোনের সেলফি ক্যামেরা।
Motorola One Zoom ফোনে থাকবে একটি 6.2 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ফোনে থাকছে 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C আর বড় ব্যাটারি। ফোনের ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Motorola One Zoom ছাড়াও শিঘ্রই বাজারে আসতে চলেছে কোম্পানির Motorola One Action।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন