ভারতে তিনটি Nokia ফোনের দাম কমিয়েছে HMD Global। 1,500 টাকা পর্যন্ত সস্তা হয়েছে Nokia 1, Nokia 2.1 আর Nokia 6.1 Plus। 6GB RAM ভেরিয়েন্টে Nokia 6.1 Plus কিনলে HDFC কার্ড গ্রাহকরা অতিরিক্ত 15 শতাংশ ছাড় পাবনে। 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 6GB RAM ভেরিয়েন্টে Nokia 6.1 Plus কিনলে এই অফার পাওয়া যাবে। 2018 সালে 4GB RAM ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল Nokia 6.1 Plus। 2019 সালের ফেব্রুয়ারি মাসে 6GB RAM ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Nokia 6.1 Plus।
Nokia 6.1 Plus ছাড়াও ভারতে সস্তা হয়েছে Nokia 1 আর Nokia 2.1। 5,499 টাকা থেকে দাম কমে 3,999 টাকায় বিক্রি হচ্ছে Nokia 1। তবে এতদিন 4,999 টাকায় Nokia 1 পাওয়া যেত। অর্থাৎ 1,000 টাকা সস্তা হয়েছে এই স্মার্টফোন। এটাই ভারতে সবথেকে কম দামের Android Go স্মার্টফোন। Redmi Go আর Samsung Galaxy J2 Core এর সাথে প্রতিযোগিতায় সস্তা হয়েছে Nokia 1।
6,999 টাকায় লঞ্চ হয়েছিল Nokia 2.1। সস্তা হয়ে মাত্র 5,499 টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন। তবে এতদিন 6,499 টাকায় এই ফোন বিক্রি হত। অর্থাৎ 1,000 টাকা সস্তা হয়েছে Nokia 2.1।
ফেব্রুয়ারি মাসে 18,499 টাকায় 6GB RAM ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল Nokia 6.1 Plus। এই ফোনের দাম কমে হয়েছে 16,999 টাকা। 6GB RAM ভেরিয়েন্টে Nokia 6.1 Plus কিনলে HDFC কার্ড গ্রাহকরা অতিরিক্ত 15 শতাংশ ছাড় পাবনে। 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 6GB RAM ভেরিয়েন্টে Nokia 6.1 Plus কিনলে এই অফার পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন