Photo Credit: TigerMobiles
24 ফেব্রুয়ারি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Nokia। স্পেনের বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে নতুন বাজেট স্মার্টফোনটি লঞ্চ করবে কোম্পানি। একই ইভেন্টে লঞ্চ হবে কোম্পানির ফ্ল্যাগশিপ Nokia 9 PureView। একই সাথে বাজারে আসবে এন্ট্রি লেভেল Nokia 1 Plus। নতুন এই বাজেট ফোনে থাকবে 1 GB RAM আর MediaTek চিপসেট। তবে লঞ্চের সময় Nokia 1 Plus ফোনে Android 9.0 Pie (Go Edition) অপারেটিং সিস্টেম থাকবে।
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে Nokia 1 Plus ফোনের একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছে। বাজার চলতি ফোনে খুব আজকাল খুব পাতলা বেজেল থাকলেও নতুন Nokia বাজেট স্মার্টফোনে থাকবে তুলনামূলক চওড়া বেজেল।
Nokia 1 Plus ফোনের ডিসপ্লের রেজোলিউশন 480x960 পিক্সেলস। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে একটি MediaTek MT6739WW চিপসেট আর PowerVR GE8100 GPU।
Android 9.0 Pie (Go Edition) অপারেটিং সিস্টেম থাকার জন্যই Nokia 1 Plus ফোনে মাত্র 1 GB RAM ব্যবহার করেছে কোম্পানি। কানেকটিভিটির জন্য এই ফোনে থাকছে ডুয়াল সিম, Wifi, Bluetooth আর মাইক্রো ইউএসবি পোর্ট। স্পেসিফিকেশান সামনে এলেও Nokia 1 Plus ফোনের দাম জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন