বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Nokia 2.2। বৃহস্পতিবার নতুন দিল্লিতে এক ইভেন্টে এই বাজেট স্মার্টফোম লঞ্চ করেছে HMD Global। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে নতুন ফোনটি। লঞ্চের সময় এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেম থাকছে। কোম্পানি জানিয়েছে বাজেট সেগমেন্টে Nokia 2.2 ফোনে প্রথম দিকে Android Q পৌঁছাবে।
Nokia 2.2 ফোনে রয়েছে আলাদা Google Assistant বাটন। এই বাটনের মাধ্যমে ওয়াকি টকির কাজ করা যাবে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে কাজ করবে এই ফোনের ক্যামেরা। ভারতে Realme C2, Realme C1, Infinix Smart Plus 3 আর Asus ZenFone Max M1 ফোনের সাথে প্রতিযোগীতার সম্মুখীন হবে এই স্মার্টফোন।
2GB RAM আর 16GB স্টোরেজে Nokia 2.2 এর দাম 7,699 টাকা। 3GB RAM আর 32GB স্টোরেজে এই ফোন কিনতে 8,699 টাকা খরচ হবে। তবে 30 জুন পর্যন্ত এই ফোন কিনতে কম খরচ হবে। বিশেষ অফারে 30 জুন পর্যন্ত Nokia 2.2 এর 2GB RAM ভেরিয়েন্ট কিনতে 6,999 টাকা আর 3GB RAM ভেরিয়েন্ট কিনতে 7,999 টাকা খরচ হবে। গোলাপী, সবুজ আর নীল রঙে পাওয়া যাবে Nokia 2.2। Flipkart, Nokia অনলাইন স্টোর আর দেশের সব রিটেলারের কাছে এই ফোন পাওয়া যাবে।
Jio গ্রাহকরা Nokia 2.2 কিনলে পাবেন 2,200 টাকা ক্যাশব্যাক আর 100GB ডেটা। 198 টাকা রিচার্জ ও 299 টাকা রিচার্জে এই ক্যাশব্যাক কাজ করবে। 44 টি 50 টাকা কুপন হিসাবে এই ক্যাশব্যাক পাওয়া যাবে।
ডুয়াল সিম Nokia 2.2 ফোনে থাকছে Android 9 Pie অপারেটিং সিস্টেম। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio A22 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Nokia 2.2 ফোনের পিছনে থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে 3,000 mAh ব্যাটারি আর 5W চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন