Nokia 9 এ থাকবে Android 9 Pie অপারেটিং সিস্টেম, 8GB RAM, 256GB স্টোরেজ, 4,150 mAh ব্যাটারি। থাকবে পাঁচটি রিয়ার ক্যামেরা আর গ্লাস ব্যাক।
Photo Credit: Instagram/ Review1st
2019 সালের শুরুতে লঞ্চ হবে Nokia 9
এই বছরের শেষে বাজারে আসার কথা ছিল Nokia –র পরবর্তী ফ্ল্যাগশিপের। কিন্তু ক্যামেরা উৎপাদিনে সমস্যা দেখা যাওয়ার কারনে ফোনের লঞ্চ পিছিয়েছে। এই ফোনের প্রধান আকর্ষন ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা। ইতিমধ্যেই একাধিক ছবিতে এই ফোনের ক্যামেরা দেখা গিয়েছে। ইন্টারনেটে প্রকাশিত নতুন ছবিতে ফোনের গ্লাস ব্যাক ও পেন্টা রিয়ার ক্যামেরা সেট আপ দেখা গিয়েছে।
সম্প্রতি Instagram এ Nokia 9 ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিতে Nokia 9 ফোনটি এক ব্যাক্তি হাতে ধরে রয়েছেন। ফোনের পিছনে রয়েছে Zeiss ব্র্যান্ডের পাঁচটি ক্যামেরা। সাথে রয়েছে একটি LED ফ্ল্যাশ। এছাড়াও ছবি দেখা গিয়েছে নতুন Nokia ফোনে রয়েছে গ্লাস ব্যাক।
একাধিকবার কনসেপ্ট ছবি দেখা গেলেও Nokia 9 দেখতে কেমন হবে জানার জন্য ফোন লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2019 সালের শুরুতেই এই ফোন লঞ্চ করতে পারে HMD Global।
আগে একাধিক রিপোর্টে জানা গিয়েছিল Nokia 9 এ থাকবে Android 9 Pie অপারেটিং সিস্টেম, 8GB RAM, 256GB স্টোরেজ, 4,150 mAh ব্যাটারি। আগে এই ফোনে Snapdragon 845 চিপসেট থাকার কথা জানা গেলেও এখন মনে হচ্ছে এই ফোনে Snapdragon 855 চিপসেট ব্যবহার করবে HMD Global।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Karam Is Now Streaming Online: Where to Watch Vineeth Sreenivasan's Malayali Action Thriller
Kamaro 2 Is Streaming Now on Sun NXT: Know All About the Horror Suspense Film
Saali Mohabbat OTT Release: Know When and Where to Watch the Radhika Apte-Starrer