বাজেট সেগমেন্টে লঞ্চ হল নতুন Nokia C1। এই ফোনে Android 9 Pie (Go Edition) অপারেটিং সিস্টেম চলবে। নতুন স্মার্টফোনে ডিসপ্লের চারপাশে থাকছে চওড়া বেজেল। Nokia C1 এ থাকছে একটি কোয়াড-কোর প্রসেসর, 1GB RAM, 2,500 mAh ব্যাটারি। ফিচার ফোন থেকে যে সব গ্রাহক স্মার্টফোন ব্যবহার শুরু করছেন সেই গ্রাহকদের কথা মাথায় রেখে এই ফোন লঞ্চ করেছে HMD Global।
এখনও Nokia C1 ফোনের দাম ঘোষণা করেনি HMD Global। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে এই ফোন লঞ্চ হবে।
ডুয়াল সিম Nokia C1 ফোনে Android Pie (Go Edition)অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে একটি 5.45 ইঞ্চি আইপিএস ডিসপ্লে। এই ফোনে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, 1GB RAM আর 16GB স্টোরেজ।
Nokia C1 ফোনের পিছনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে আর একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। Nokia C1 ফোনে থাকছে একটি 2,500 mAh ব্যাটারি 3.5 মিমি অডিও জ্যাক, এফএম রেডিও আর মাইক্রো এসডি কার্ড স্লট। এই ফোনে কোন 4G কানেক্টিভিটি থাকছে না। শুধুমাত্র 3G কানেক্টিভিটি সহ বাজারে আসছে Nokia C1।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন