বৃহস্পতিবার ভারতে দুটি স্মার্টফোন লঞ্চ করতে পারে Nokia
বৃহস্পতিবার ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করবে Nokia। আজই লঞ্চ হতে পারে পাঁচটি ক্যামেরার Nokia 9 Pureview। মঙ্গলবার সকাল 11 টা 30 মিনিটে নতুন দিল্লিতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে HMD Global।
ইতিমধ্যেই নতুন ফোন লঞ্চের আগে টিজার প্রকাশ করেছে কোম্পানিটি। সেখানে নতুন ফোনে ওয়াটার ড্রপ নচ দেখা গিয়েছে। এর সাথেই নতুন ফোনে থাকছে বিশেষ ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটন। এর সাথেই ইতালিতে একটি গ্লোবাল ইভেন্টের আয়োজন করেছে ফিনল্যান্ডের কোম্পানিটি। সেই ইভেন্টে বিশ্বব্যাপী নতুন ফোন লঞ্চ করতে পারে Nokia।
শুরুতে অনেকেই মনে করেছিলেন বৃহস্পতিবার ভারতে লঞ্চ হতে পারে Nokia 6.2। সম্প্রতি চিনে লঞ্চ হওয়া Nokia X71 এর নাম বদলে ফোনটির ভারতে আসার কথা। তবে সেই ফোনে রয়েছে হোল পাঞ্চ ডিসপ্লে। অন্যদিকে নতুন Nokia ফোনের ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ।
Nokia 9 PureView ফোনে রয়েছে 5.99 ইঞ্চি QHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। এই ফোনের পিছনে রয়েছে পাঁচটি ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন