Photo Credit: Baidu
শিঘ্রই Nokia X5 ফোনটি লঞ্চ করতে চলেছে HMD Global। আগে শোনা গিয়েছিল 11 জুলাই লঞ্চ হবে Nokia X5। কিন্তু কিছু সমস্যার জন্য এই লঞ্চ ইভেন্ট বাতিল করতে হয়েছে। পরিবর্তে আগামী 18 জুলাই এই ইভেন্টে এই ফোন লঞ্চ করা হবে। কোম্পানির X সিরিজের আগের ফোন Nokia X6 শুধুমাত্র চিনে লঞ্চ হয়েছিল। কিন্তু নতুন Nokia X5 সারা বিশ্বে লঞ্চ করতে চলেছে HMD Global। এই স্মার্টফোনে একটি 19:9 ডিসপ্লে, অক্টা-কোর চিপসেট, 6GB RAM আর 64GB স্টোরেজ থাকতে পারে বলে জানা গিয়েছে। অনেকেই মনে করছেন বিশ্ব বাজারে এই ফোনের নাম হবে Nokia 5.1 Plus। নীচে রইল Nokia X5 এর সব খবর।
799 ইউয়ান (প্রায় 8,200 টাকা) থেকে Nokia X5 এর দাম শুরু হবে। চিনে Nokia X6 এর দাম 1,299 ইউয়ান (13,300 টাকা)। তাই Nokia X6 এর থেকে কম দামেই লঞ্চ হবে Nokia X5।
কোম্পানির তরফ থেকে অফিশিয়ালি এখনো Nokia X5 লঞ্চ সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি। তবে সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে আজ (17 জুলাই) Nokia X5 লঞ্চ হবে। রাশিয়ায় এক রিপোর্টে দাবি করা হয়েছিল কোম্পানির এক প্রতিনিধি জানিয়েছেন 17 জুলাই Nokia X5 লঞ্চ হবে।
Baidu তে ফাঁস হওয়া ছবিতে Nokia X5 এর ডিজাইনের আভাস পাওয়া গিয়েছিল। Nokia X6 এর মতোই Nokia X5-এর ডিসপ্লের উপরেও কালো নচ দেখা যাবে। এর সাথেই Nokia X5 এ থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল Nokia X5 এ থাকবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Nokia X5 এ থাকবে একটি 5.86 ইঞ্চি HD+ TFT ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এই ফোনে থাকবে একটি MediaTek P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB স্টোরেজ। Nokia X5 এ থাকছে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 13MP। ফোনের সামনে থাকবে একটি 8MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Nokia X5 এ থাকবে 4G VoLTE, Bluetooth, USB। Nokia X5 এ একটি 3000 mAh ব্যাটারি থাকতে পারে। Nokia 5.1 Plus এর ওজন 160 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন